শ্রীলেখা মিত্র বরাবরই বেশ ভোকাল সোশ্যাল মিডিয়ায়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ভুয়ো শঙ্খ বাজানোর ভিডিয়ো করে ট্রোল্ড হন ঋতুপর্ণা। সেই থেকে বিভিন্ন সময় অভিনেত্রীর নানা আচ🥀রণের বিরোধিতা করেছেন শ্রীলেখা মিত্র। এ♓দিন কোজাগরী লক্ষ্মীপুজোর দিনও তার অন্যথা হল না। নাম না করে ফের তিনি ঋতুপর্ণাকে বিদ্রুপ করলেন তিনি।
আরও পড়ুন: 'স্বর্গ𝔉ে বসে দেখবেন' বিশ্বাস শাহরুখের! মৃত বাবা - মায়ের জন্যই লার্জার দ্যান লাইফ ছবি বানান কিং?
কী করেছেন শ্রীলেখা মিত্র?
এদিন শ্রীলেখা মিত্র তাঁর বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজোর একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা থুড়ি শোনা যাচ্ছে নেপথ্যে পুরোহিত মন্ত্রপাঠ করছেন। আর সামনে শঙ্খ বাজাচ্ছেন তিনি। পরনে গোলাপি শাড়ি, সাদা ব্লাউজ। এই ভিডিয়ো পোস্ট করে শ্রীলেখা মিত্র লেখেন, 'এমনিই বাজালাম .... শঙ্খ।' বলা༒ই বাহুল্য তিনি এই পোস্টের মাধ্যমে 𝐆ঋতুপর্ণা সেনগুপ্তকে কটাক্ষ করেছেন।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'উফ তুমি কী দুষ্টু গো!' জবাবে অভিনেত্রী লেখেন, 'ভীষণই।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'দারুন গো, আসলে ফুঁটা ঠিক দিতে জানতে হয় কখনও শাঁখে কখনও আগুনে।' তৃতীয় জন লেখেন, 'এবাবা কি যে করো, এ তো অন্য লেভ꧅েলের চাটন।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'শিখে যাও🥀 , যারা এখনো শঙ্খ বাজাতে পারো না।'
প্রসঙ্গত ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি আসানসোল এবং কলকাতার রেড রোডের কার্নিভালে পারফর্ম করেছেন। আর সেই কারণে তিনি আবারও কটাক্ষের মুখে পড়েছেন। অনেকেই জানিয়েছেন শ্🍒যামবাজারে তাঁকে দেখে যে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল রাত দখল কর্মসূচিতে সেটা একদম ঠিক ছিল। আর সেই কথাকে সমর্থন করেছেন শ্রীলেখা মিত্রও। যদিও এসব কটাক্ষকে মোটেই পাত্তা দিতেই নারাজ ঋতুপর্ণা সেনগুপ্ত।