শনিবার, ১৬ নভেম্বর গিডি বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হয়ে গেল শিলাজিৎ সিক্সটি। না, গায়ক অভিনেতার বয়স এখনও ৬০ ছোঁয়নি, তবুও এই নাম। আর গোটা কনসার্টে কেবল গান শোনানো নয়, নানা বিষয় নিয়েই আড্ডা দিতে, কথা বলতে শোনা যায় তাঁকে। কথা🎉য় কথায় উঠে আসে রাজনীতিবিদ, রাজনীতিকদের কথাও।
আরও পড়ুন: উইকেন্ড ম্যাজিক! ১৬ তম দিনে ৩.২৫♉ কোটি আয় সিংঘমের, কী হাল কার্তিকের ভুল ভুলাইয়া ৩-র?
রাজনীতিকদের নিয়ে কী বললেন শিলাজিৎ?
এদিন মঞ্চে কথায় কথায় শিলাজিৎ বলেন, 'অনেকে বলেন আমি নাকি এতটুকু বদলায়নি। আমি রাজনীতিবিদ নই বলে বদলে যাইনি? আসলে যার ভিতরে যা থাকে সেটাই বেরিয়ে আসে। নাটক থেকে রাজনীতি, হিরো হয়ে যায় মন্ত্রী তাও এই পৃথিবীর দায়িত্ব নিতেই। আর সেই দায়িত্বে কি কম পয়সা? কম পয়সা? কাউন্সিলরের 𝔉যা মাইনে আমায় তো হাজারবার বললেও আমি চাকরি করতে যাব না। কী সাংঘাতিক নির্লোভী মানুষগুলি, ভাবা যায়? খোঁজ নিয়ে দেখলাম কাউন্সিলরদের ৩৬ টা লোক নাকি মাইনে পায় ২৫ হাজার টাকা। কিন্তু ওই লোকগুল꧃ো দেশের সেবা করে। আমি দেশের সেবা করিনি বলে বদলে যাইনি।'
এদিন তিনি আরও বলেন, 'আমাদের বয়সে অনেকেই বদলায়নি, শুধু আমি নই। অনেকেই বদলায়নি যাঁরা মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছি। যথেষ্ট স্বার্থপরের মতো ন🌱িজের সংসার আর মিউজিকের রাজনীতি নিয়েই কাজ করছি।'
গায়কের কথায় গোটা অডিটরিয়াম ফেটে পড়ে হাসিতে। কারও বুঝতে নাকি থাকে তি𓆉নি ইঙ্গিত কোন দিকে করছেন। থুড়ি কাদের দিকে করছেন।
এদিন ফিসফিস থেকে শুরু করে কত র꧟াত খুঁজেছি, ঝিন্টি, পিন্দারে পলাশের ෴বোন, সহ একাধিক গান গেয়ে শোনান শিলাজিৎ।