গত ১৫ অক্টোবর ছিল এই বছরের দুরꦍ্গাপুজোর কার্নিভাল। এমন অস্থির সময় যখন গোটা শহর আরজি করের নির্যাতিতার বিচারের আশায় দিন গুনছে সেই সময় ঢাক ঢোল পিটিয়ে কার্নিভাল অনেকেই মেনে নিতে পারেননি। তাই সেটার বিরোধ꧒িতা করতে ডাক দেওয়া হয় দ্রোহের কার্নিভালের। সেখানকার একটি ভিডিয়ো এদিন ভাইরাল হয়।
আরও পড়ুন : দ্রোহ বনাম পুজো কার্নিভাল! প্রতিমার গাড়ি দেখেই 'চোর চোর' স্লোগান আন্দোলনকারীদ♔ের, কটাক্ষ 👍নেটপাড়ার
আরও পড়ুন : 'গুজরাটি ভদ্রলোক'কে খুশি করতেই ডান্ডিয়া খেললেন মুখ্✃যমন্ত্রী! কার্নিভাল নিয়ে ঋত্বিকের নিশানায় মোদী - মমতা
কী দেখা যাচ্ছে এই ভিডিয়োতে?
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে ধর্মতলা চত্বর মানুষে মানুষে ছয়লাপ। চারিদিকে গিজগিজ করছে আম জনতা। সকলেই দ্রোহের কার্নিভালে যোগ দিতে এসেছেন। আর তেমন ভাবেই এ❀ক জায়গায় কিছু মানুষ জটলা পাকিয়ে বাঁশি, হারমোনিকা সহ অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়ে প্রতিবাদী গান গাইছেন। ভাইরাল ভিডিয়োতে তাঁদের রবীন্দ্র সঙ্গ🌄ীত সংকোচের বিহ্বলতা গাইতে দেখা যায়। পোস্ট করা মাত্রই ভাইরাল হয় এটি।
আরও পড়ুন : ঠাকুর দেখতে এসে লোকের বাড𒆙়ির বাগান, গেটের সামনে মলমূত্র ত্যাগ দর্শনার্থীদের! কোথায় ঘটল এমন ঘটনা?
কে কী বলছেন?
এক ব্যক্তি এই ভিডিয়ো পোস্ট করেন 'দ্রোহের কার্নিভাল ২০২৪, এমন প্রতিবাদের ভাষা কোনদিন দেখিনি' ক্যাপশন দিয়ে। ৩০ হাজারের বেশি বার দেখা হয়েছে এই ভিডিয়ো। শেয়ার হয়েছে কয়েকশ বার। এক ব্যক্তি এখানে মন্তব্য করে লেখেন, 'প্রতিবাদের কতো যে রকম হতে পারে ভাবার বাইরে ছিল, সত্যিই কলকাতার এই রূপ সেই প্রাণবন্ত ছোটবেলায় দেখা।' আরেকজন লেখেন, 'এক কথায় অসাধারণ, 🦩আটকাবে কে এই জন জোয়ার?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'অনেক আনন্দ পেলাম আজ ধর্মতলায় গিয়ে । না গেলে অনুভব করা সম্ভব হতো না।'
দ্রোহের কার্নিভাল প্রসঙ্গে
প্রসঙ্গত এদিন ঢাক ঢোল বাজে ধর্মতলাতেও। কিন্ত♊ু তার সঙ্গে ওঠে উই ওয়ান্ট বা উই ডিমান্ড জাস্টিস স্বর। ধিক্কার দেওয়া হয় রাজ্য সরকারের উদ্দেশ্যে। দাবি তোলা হয় আসল♚ অপরাধীদের ধরার।
আরও পড়ুন : ইন্ডিয়ান আইডলের অডিশনেই কথায় গানে 'ধুম মাচালেন' কলকাতাജর মানসী! হতবাক শ্রেয়া - বিশাল বলছেন, 'মজা আসবে...'