ত্রিদেশীয় সফরের প্রথম পর্বে নাইজেরিয়ায় গিয়ে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ১৭ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নাইজেরিয়া সফরে গেলেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে আফ্রিকার এই দেশে পৌঁছেছেন মোদী। গতকাল ভারতীয় প্রধানমন্ত্রীর বিমান আবুজায় পৌঁছতেই সেখানে তাঁকে আমন্ত্রণ জানাতে উপস্থিত ছলেন নাইজেরিয়ার ফেডারেল ক্যাপিটাল টেরিটরি মন্ত্রী নাইসম এজেনও উইক। উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মোদীকে আবুজার 'শহরের চাবি' উপহার দেন নাইসম। সেদেশের বিদেশ মন্ত্রকের তরফে প্রধানমন্ত্রীকে দেশে স্বাগত জানানোর ছবিও শেয়ার করা হয়। সেদেশের সরকারের তরফ থেকে জানানো হয়, নাইজেরিয়ার জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি যে আস্থা ও সম্মান দেখানো হয়েছে, এই চাবিকাঠিটি তারই প্রতীক। (আরও পড়ুন: 'বেলডাঙায় বাংলাদেশের কা🍃য়দায় হিন্দু নিধন চলছে', মমতাক🐎ে তোপ দেগে বিস্ফোরক সুকান্ত)
এদিকে প্রধানমন্ত্রীকে আবুজায় আমন্ত্রণ জানাতে উপস্থিত ছিলেন সেখানে বসবাসরত মারাঠি সম্প্রদায়ের মানুষজন। মারাঠি ভাষাকে ধ্রুপদ ভাষার তকমা দেওয়ার জন্যে প্রধা💖নমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানানো হয় তাঁদের তরফ থেকে। ভরতীয় বংশোদ্ভূত প্রচুর মানুষ মোদীকে আমন্ত্রণ জানাতে আবুজা বিমা🅠নবন্দরের বাইরেও উপস্থিত ছিলেন। মোদী সেখানে গিয়ে তাঁদের উদ্দেশে হাত নাড়ে দেখা যায় মোদীকে। এছাড়াও মোদীর সম্মানে ভারতীয় বংশোদ্ভূতদের তরফ থেকে মারাঠি নৃত্য 'লাভনি' পরিবেশন করা হয়েছিল। উল্লেখ্য, মহারাষ্ট্রে এখন নির্বাচনী হাওয়া বইছে। এই আবহে বিদেশ সফরে গিয়েও মোদীকে ঘিরে মারাঠিদের আবেদ দেখা যাচ্ছে। যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে মোদীকে নাইজেরিয়ায় স্বাগত জানিয়ে স💙েই দেশের প্রেসিডেন্ট টিনুবু সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমাদের দ্বিপাক্ষিক আলোচনা উভয় দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও বৃদ্ধি করবে। পাশাপাশি গ꧑ুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করব আমরা। নাইজেরিয়ায় স্বাগত, প্রধানমন্ত্রী মোদী।' এর জবাবে সোশ্যাল মিডিয়ায় মোদী লেখেন, 'ধন্যবাদ প্রেসিডেন্ট টিনুবু। কিছুক্ষণ আগেই নাইজেরিয়ায় অবতরণ করেছি। এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। এই সফর আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বন্ধুত্বকে আরও গভীর করুক।'
উল্লেখ্য, পশ্চিম আফ্রিকা অঞ্চলে এটাই মোদির প্রথম সফর। নাই💟জেরিয়🌃া, ব্রাজিল ও গায়ানায় পাঁচ দিনের সফরে রয়েছেন তিনি। নাইজেরিয়া থেকে তিনি যাবেন ব্রাজিলে। ব্রাজিলে তিনি ট্রয়কা সদস্য (জি২০-র আগের প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট এবং আগামী প্রেসিডেন্ট দেশ) হিসেবে ১৯তম জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। আগামী ১৮-১৯ নভেম্বর রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। এদিকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সেই সম্মেলনে উপস্থিত থাকবেন। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে মোদি ১৯ থেকে ২১ নভেম্বর গায়ানা সফর করবেন। গত ৫০ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গায়ানা সফরে যাচ্ছেন।