রবিবারই আভাস মিলেছিল যে জনপ্রিয় 🍌পাকিস্তানি গান এবার থাকবে বড় 🌞পর্দায়। কার্তিক কিয়ারার ‘সত্যপ্রেম কী কথা’ ছবিতে ব্যবহৃত হবে এই গান। সোমবার অর্থাৎ ২৬ জুন মুক্তি পাওয়ার কথা ছিল এটির। কথা মতোই মুক্তি পেয়েছে ‘পাসুরি’র নয়া ভার্সন ‘পাসুরি নু’। এই নতুন ভার্সনটি গেয়েছেন অরিজিৎ সিং এবং তুলসি কুমার। অন্যদিকে আসল গানটি আলি শেঠি এবং শেয় গিলের গাওয়া।
সোমবার এই গানটির নির্মাতারা এটিকে ইউটিউবে পোস্ট করেছেন। সেখানে গা𓃲নটির বিষয়ে লেখা হয়, 'সত্যপ্রেম কী কথা ছবির পাসুরি নু গানটি রইল আপনাদের জন্য। গ্লোবাল হিট নতুন ভাবে।꧃ কার্তিক আরিয়ানকে দেখুন সত্যপ্রেম হিসেবে। আর কিয়ারা থাকবেন কথা হিসেবে।'
এই গানের ভিডিয়োতে কার্তিক আর কিয়ারাকে অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা যায়। তাঁদের পরনে সাদা শার্ট দেখা যায়। শুধু তাই নয়। এখানে এই ছবির একাধিক দৃশ্য 💝তুলে ধরা হয়েছে। একাধিক দৃশ্যে দেখা গিয়েছে তাঁরা কাশ্মীরের অনন্য সুন্দর লোকেশনে বসে আছেন মুখোমুখি। কিয়ারার হাতে ধরা কফি মাগ। মোদ্দা কথা এই রক গানটিকে এই ছবিতে একদমই অন্য রকম ভাবে যে তুলে ধরা হয়েছে সেটা স্পষ্ট। এই গানটির সুর দিয়েছেন রোচক কোহলি এবং আলি শেঠি। লিরিক্স লিখেছেন গুরপ্রীত সাইনি এবং আলি শেঠি। গেয়েছেন অরিজিৎ সিং এবং তুলসি কুমার।
তবে পাকিস্তানি ভক্তদের কিন্তু মোটেই এই রিমেক ভালো লাগেনি। এমনকি তাঁদের উপর অরিজিৎ সিংয়ের ম্যাজিক পর্যন্ত কাজ করেনি। নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট সেকশন। এক ব্যক্তি লেখဣেন, 'আরে ভাই ডিসলাইক বাটন কই রে?' অন্য এক নেটিজেনের মতে, 'ভীষণই বিরক্তিকর।' কারও কারও মতে, ‘পুরনো পাস﷽ুরির যে ম্যাজিক সেটার সমতুল্য কখনই হবে না।’ প্রসঙ্গত এই ছবিটি আগামী ২৯ জুন মুক্তি পেতে চলেছে।
প্রসঙ্গত আসল পাসুরি গানটি ২০২২ সালে সব থেকে বেশিবার শ൲োনা এবং গুগলে সার্চ করা হয়েছে।