কোভিড পরবর্তী সময়ে একেরপর এক ছবি ফ্লপ। একপ্রকার মুষড়ে পড়েছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই খরা কাটিয়ে ২০২৩-এ আবারও সাফল্যের মুখ দেখে বলিউড। কৃতিত্বটা অবশ্যই খোদ কিং খান শাহরুখকে দিতে হয়। ২০১৮-র পর দীর্ঘ খরা কাটিয়ে 'পাঠান'-এর হাত ধরেই ফের পর্দায় ফেরেন শাহরুখ। 'বাদশা'র নিজস্ব করিশ্মাতেই 'পাঠান' ব্লকবাস্টার। হিন্দি ছবির সব রেকর্ড ভেঙে দিয়🧜েছিল শাহরুখের এই ছবি।
'পাঠান' ছবির শেষের দৃশ্যে ফের একবার স্𝕴পাই অবতারে ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ। এখন, পিঙ্কভিলা এক্সক্লুসিভ রিপোর্ট বলছে, শাহরুখ খান সত্যিই ফের ‘পাঠান’ অবতারে ফিরছেন। প্রযোজক আদিত্য চোপড়া ‘পাঠান-২’ আনতে চলেছেন।
পিঙ্কভিলা-র প্রতিবেদন বলছেন, YRF স্পাই ইউনিভার্সের টাইমলাইনে বড় মোড় -হতে চলেছে ‘পাঠান-২’। যেখানে টাইগার বনাম পাঠানের লড়াই দেখানো হবে। 'প🦹াঠান' চরিত্রে দর্শকরা শাহরুখ খানের প্রত্যাবর্তন চান, আর সেকথা মাথায় রেখেই প্রযোজনা সংস্থার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩-এ 'পাঠান' মꦑুক্তির পর এটা YRF-এর স্পাই ইউনিভার্সের একটা স্বতন্ত্র ফ্র্যাঞ্চাইজি হয়ে উঠেছে।
আরও পড়ুন-জন্মদিন! 'বাবলি'র সেটে কেক কেটে প্রথমে তাঁকেই খাওয়াতে গেলেন রাজ, কেন ফি🌞রিয়ে দিলেন আবির?
জানা যাচ্ছে. আদিত্য চোপড়া ও তাঁর দল গতবছর থেকে পাঠান ২-এর চিত্যনাট্যে কাজ শুরু করেছেন। পাঠান ২কে টেন্টপোল স্পাই ফিল্ম হিসাবে ডিজাইন করা💃 হয়েছে। যেখানে আরও বেশি অ্যাকশন দৃশ্য থাকবে। এটা YRF স্পাই ইউনিভার্সের টাইমলাইনকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। পাঠান-২তে ভবিষ্যতের টাইমলাইনে টাইগার বনাম পাঠান যুদ্ধ দেখানো হবে।
আদিত্য চোপড়া এও শাহরুখ দুজনেই ২০২৪-এর ডিসেম্বরে পাঠান ২র শ্যুটিং শুরু করবেন। এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, পাঠান, টাইগার ৩, ওয়ার ২র পর পাঠান ২, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের অষ্টম ছবি হতে চলেছে। যাঁরা জানেন না তাদের জন্য বলতে চাই, পাঠান হল ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের সর্বোচ্চ আয়কারী ছবি। গোটা দেশে যার কালেকশন ৫৪০ কোটি টাকা আয় করেছে এবং গোটা বিশ্বে এই ছবির আয় ১🐈০০০ কোটি টাকা। এটা হিন্দি সিনেমার দুনিয়ায় এ🌊কটা ইতিহাস তৈরি করেছে।