বিশ্ব জোড়া খ্যাতি তাঁর। দেশে, বিদেশে ছড়িয়ে লাখো ভক্ত। তাঁর উপস্থিতি ভক্তদের মধ্যে হইচই ফেলে দেওয়ার জন্য কাফি। কিন্তু এই জনপ্রিয়তা, এই ⛦পরিচিতি বা ভালোবাসা কি আরও বেশি হতো যদি তিনি মুসলিম না হয়ে হিন্দু হতেন? কী মনে করেন শাহরুখ নিজে এই বিষয়ে? আজ তিনি মুসলিম বলেই কি তাঁর পাঠান ছবিটি অত বিরোধিতার মধ্যে পড়েছিল? হিন্দু হলে কি বিষয়টা অন্যরকম হতো? এক ভক্ত এমনই কিছু প্রশ্ন তুলে ধরেন তাঁর সামনে। আর সেই প্রশ্নের উত্তরে পাঠান যা বললেন তাতে নতুন করে তাঁকে ভালো লাগতে বাধ্য সবার। এক উত্তরেই মন জয় করলেন কিং খান।
বলিউডের বেতাজ বাদশার হিউমার লেভেলের সঙ্গে সবাই পরিচিত। সঙ্গে মানবিক, সহনশীল এবং শান্ত স্বভাবের সঙ্গেও। এক সাংবাদিক সম্মেলনে এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করেন, 'সবাই বলেন আপনি একজন ভালো মুসলিম। কিন্তু আপনি যদি শেখর কৃষ্ণ হতেন?' শাহরুখ তাঁকে শুধরে দিয়ে বলেন, 'শেখর রাধা কৃষ্ণ, এস আর কে🦩।' সেই ভদ্রলোক আবার বলেন, 'হ্যাঁ, শেখর রাধা কৃষ্ণ যদি হতেন ꦗতাহলে লোকজনের আপনার প্রতি যে প্রতিক্রিয়া সি কেমন হতো বলে মনে করেন?' উত্তরে অভিনেতা বলেন, 'আমার মনে হয় না কোনও ফারাক হতো বলে। আমি আমার পেশার বা আমার ধর্মের মাধ্যমে সবাই কোনও বা কোনও ভাবে সচেতন করছি, জানাচ্ছি আমার এই সুন্দর দেশের বিষয়ে।' তিনি আরও বলেন, 'শিল্পীদের কোনও দেশ হয়। তাঁরা নিজেদের মতো সবটা করে নেয়। কে কোন ধর্মের, বা কী এগুলো তাঁদের কাছে খুব একটা ম্যাটার করে না। আপনি আমায় শেখর রাধা কৃষ্ণ বলে ডাকলেও আমি আপনার সঙ্গে একই রকম ব্যবহার করব। আর আমার নাম সেটা হলেও আপনিও একই জিনিষ করতেন।'
শাহরুখের এই উত্তরই সবার মন জয় করেไ নেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এ🐲ই পুরনো ভিডিয়ো। সকলেই বাহবা দিতে থাকেন তাঁকে।
প্রসঙ্গত আগামীতে💮 শাহরুখকে জওয়ান ছবিতে দেখা যাবে। এটি সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমীর সময় মুক্তি পেতে চলেছে। সেখানে তাঁর সঙ্গে নয়নতারা🌠কে দেখা যাবে।