ব্লকবাস্টার ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর শাহরুখের ‘ডাঙ্কি’ নিয়ে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। বক্স অফিসের রিপোর্ট বলছে পরীক্ষায় মোটামুটি ফল করেছেন কিং খান। রাজু হিরানির সঙ্গে প্রথমবার𒀰 জুটি বেঁধে ম্যাজিক দেখাতে পারলেন না বাদশা। দেশের বক্স অফিসে তিনদ🦋িনে মাত্র ৭৫ কোটি ঘরে এনেছে ডাঙ্কি।
কিন্তু এতে শাহরুখ ভক্ত꧙দের কুছ পরোয়া নেই। তাঁদের ‘জশন’ জারি 🃏রয়েছে। রবিবার 'মন্নত'-এর বাইরে কাতারে কাতারে ভিড় জমিয়ে ছিলেন নায়কের ‘জবরা ফ্যান’রা। নিরাশ করলেন না কিং খান।
অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে কয়েক মিনিটের জন্য মন্নতের ছাদ🌺ে দর্শন দিলেন তারকা। নীল রঙের হুডি আর কালো নীল প্যান্টে বাইরে আসেন শাহরুখ। ফুরফুরে মেজাজে পাওয়া গেল বলিউডের কিং খানকে।
তিনি এলেন, দেখলেন আর নিমেষেই জিতলেন মন! মন্নতের রেলিং বেয়ে শাহরুখ উপরে উঠতেই চিৎকারে ভরে গেল চারিদিক। রাস্তার বাস, গাড়ি থমকে গেꩲল কয়েক মিনিটের জন্য। অনুরাগীদের কখনও করজোরে ধন্যবাদ জানালেন, আবার কখনও উড়ন্ত চুমু ছুড়ে দিতে দেখা গেল বাদশাকে। নিজের সোয়্যাগে ফের একবার আঠারোর তরুণীর হৃদয়ের কম্পন বাড়িয়ে দিলেন শাহরুখ খান। সেইসব ছবি, ভিডিয়ো মুহূর্তের মধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
২০২৩ সালটা আক্ষরিক অর্থেই বলিউড বাদশার। এই বছরের সবচেয়ে আয় করা দুটি ভারতীয় 🌃ছবিরই নায়ক তিনি। ‘জওয়ান’ এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দি ছবির ইতিহাসের সবচেয়ে হিট ছবির তালিকায় দু-নম্বরে রয়েছে। আমির খানের দঙ্গলের ঠিক পরে। অন্যদিকে ১০০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁয়েছে পাঠানও।ꦗ জিরো-র ব্যর্থতা ঘিরে শাহরুখের এই রাজকীয় প্রত্যাবর্তনের জন্য এই বছরটা মনে রাখবে তাঁর ভক্তরা। বছরের শেষলগ্নে সেই কৃতজ্ঞতার ছাপ নায়কের চোখেমুখে। ডাঙ্কি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় মোটেই চিন্তিত নন শাহরুখ।
এখনও পর্যন্ত (তিন দিনে) বিশ্ব 𝐆বক্স অফিসে ১৫৭ কোটি টাকা আয় করে নিয়েছে ‘ডাঙ্কি’। রবিবার ছুটির দিনে ছবির আয় বেশখানিকটা বাড়বে, তবে প্রভাসের ‘সালার’-এর সামনে ফিকে শাহরুখ ম্যাজ𝔍িক।
পুরোনো সাফল্য রিপিট করতে ব্যর্থ হলেও সমালোচনা ভুলে সামনের দিকে তাকাচ্ছেন শাহরুখ। তবে এবার ‘হিরোইজম’ ভুলে তাঁর বয়সের সঙ্গে খাপ খায় এমন ছবﷺি করতে চাইছেন ৫৮ বছর বয়সী এই খান। রায়💝া আবিরচেদকে দেওয়া সাক্ষাৎকারে সেই ইচ্ছেই প্রকাশ করেছেন সুপারস্টার। ২০ বছর আগের চার্ম পর্দায় তুলে ধরাটা এখন একটু কঠিন শাহরুখের পক্ষে, মেনে নিয়েছেন নায়ক।
নিজের পরবর্তী প্রোজেক্ট নিয়ে শাহরুখ সম্প🙈্রতি জানিয়েছেন, ‘আমি আগামী বছর মার্চ-এপ্রিল নাগাদ শুরু করব পরের কাজ। এবার আমি নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্র করতে চাই। তারপরেও ছবির মূল চরিত্র হিসাবেই কাজ করতে চাই। আমার মনে হয় ভারতীয় ছবিতে একটা জিনিস আমরা মিস করে যাই, যে নিজের বয়সের চরিত্র করেও আপনি ছবির হিরো হতে পারেন। ২০ বছর আগে আমি যেটা করতাম, সেই চার্মটা পর্দায় এখন তুলে ধরাটা বেশ মুশকিলজনক। এখন আমার ম꧂ধ্যে নতুন চার্ম রয়েছে, সেটা এই বয়সের সঙ্গে সাযুজ্য রেখে। আমি এখনও অ্য়াকশন ছবি করতে চাই।’