বুধবার ২২ মে আমদাবাদের প্রবল গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান। হিট স্ট্রোক হওয়ায় 𒁏তাঁকে এদিন দুপুরবেলায় তড়িঘড়ি আমদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়। এমনটাই পিটিআইয়ের রিপোর্টে জানানো হয়েছে। বর্তমানে সেখান🔯েই তিনি চিকিৎসাধীন। তবে এখন তিনি অনেকটাই সুস্থ বলে জানা গিয়েছে। এদিন কিং খান হাসপাতালে ভর্তি হতেই তাঁর স্ত্রী গৌরী খান, বন্ধু জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতা সেখানে ছুটে আসেন।
শাহরুখ খানকে হাসপাতালে দেখতে আসেন গৌরী-জুহি
এএনআইয়ের তরফে এদিন টুইটার অর্থাৎ যা বর্তমানে এক্স নামে পরিচিত সেখানে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। আর সেই ভিডিয়োতেই দেখাযাচ্ছে গৌরী খান চিন্তিত মুখে হাসপাতালে এসে পৌঁছন। সঙ্গে তাঁ♊র নিরাপত্তা রক্ষীরাও ছিলেন।
আরও পড়ুন: প্রবল গরমে হিট স্ট্রোক শাহরুখের, তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে, এখꦚন কেমন আছেন?
আরও পড়ুন: সত্যিই সন্তান আসছ🅘ে ক্যাটরিনা-ভিকির সংসারে🤪? জল্পনার মাঝে মুখ খুললেন অভিনেত্রীর প্রতিনিধি
একই সঙ্গে তাঁদের তরফে আরও একটি ভিডিয়ো পোস্ট করা হয় যেখানে দেখা যাচ্ছে জুহি চাওলা তাঁর স্বামী জয় মেহতার সঙ্গে হাসপাতালে শাহরুখকে দেখতে এসেছিলেন। সেই ভিডিয়োতে লেখা হয়, 'অভিনেত্রী জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতা আমদা🐻বাদেরকেডি হাসপাতাল থেকে বেরোলেন।' তবে এখনও পর্যন্ত শাহরুখের টিম বা তাঁর পরিবারের তরফে এই বিষয়ে কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
কী জানা গিয়েছে শাহরুখের অসুস্থতা সম্পর্কে?
এদিন বুধবার ২২ মে কলকাতার ম্যাচের পরদিনই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান, পুলিশের তরফে জানা গিয়েছে হিট স্ট্রোক হয়েছিল তাঁর। সেদিনই তাঁকে তড়িঘড়ি করে গুজরাটের আমদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যꦏাওয়া হয়। তবে বর্তমানে তিনি আগের তুলনায় সুস্থ আছেন। এখনও হাসপাতালে ভর্তি আছেন তিনি। আমদাবাদের পুলিশ সুপারিনটেনডেন্ট ওম প্রকাশ জাট জানিয়েছেন, 'প্রবল গরমে অসুস্থ হয়ে পড়লে শাহরুখ খানকে কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গুরুতর কিছু নয়। ওঁকে দ্রুত ছেড়ে দেওয়া হবে।' তবে এই খবর ছড়িয়ে পড়ার পর তিনি কেমন আছেন, কী অবস্থা, সহ সমস্ত আপডেট পেতে এই হাসপাতালের বাইরে ভিড় জমান শাহরুখ খানের ভক্তরা। ভিড় এতটাই উপচে পড়ে যে পুলিশ♉কে এসে সেই ভিড় সামাল দিতে হয়।