প্রধানমন্ত্রী পদে হ্যাট্রিক! তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। নিয়ম ও শুভ তিথি মেনে ৯ জুন সন্ধ্যা ৭.১৫ মিনিটে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে যোগ দিতে দিল্লির ꦿরাষ্ট্রপতি ভবনে হাজির হন দেশের বেশ কয়েকজন বিশিষ্ট তারকা ব্যক্তিত্বরা।
কে কে ছিলেন সেই তারকা শিবিরে?
সংবাদ সংস্থা ANI-এ তরফে উঠে আসা ভিডিয়োতে দেখা যায় প্রধানমন্ত্রী হিসাবে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত কিং খান শাহর꧑ুখ খান। তিনি ম্যানেজার পূজা দাদলানিকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছোন। শাহরুখের সঙ্গেই ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিও।
এদিকে কিং খানকে দেখা গেলেও এদিনের অনুষ্ঠ🐟ানে বলিউডের বাকি দুই খান সলমন কিংবা আমিরকে অবশ্য দেখা যায় নি। তাঁরা আমন্ত্রিত কিনা সেবিষয়টিও স্পষ্ট নয়।
এদিন অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে দেখা হতেই তাঁকে জড়িয়ে ধরতে দেখা যায় 🎃অক্ষয়ক🦂ে।
অ🤡নুষ্ঠানে ছিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার, পরিচালক রাজকুমার হিরানি, ‘টুয়েলভ ফেল’-তারকা বিক্রান্ত মাসে।
এদিকে শনিবারই দক্ষিণী মেগাস্টার রজনীকান্তকে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চেন্নাই দিল্লির উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। সাংবাদিকদের রজনীকান্ত বলেছিলেন, ‘আমি শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি... এটা একটা ঐতিহাসিক ঘটনা... তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসছেন নরেন্দ্র মোদী, এটা একটা বড় বিষয়। আমি ওঁকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে চাই। জনগণ একটা শক্তিশালী বিরোধী দলকে নির্বাচিত করেছে যা গণতন্ত্রের জন্য সুস্থতা লক্ষণ।’ আগামী ৫ বছরে তাঁর কী প্রত্যাশা র♚য়েছে? এপ্রশ্নে রজনীকান্ত বলেছিলেন, ‘দেশের শাসনব্যবস্থা ভালো হবে, এটাই প্রত্যাশা।’
এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন হিমাচল প্রদেশের মাণ্ডির নব-নির্বাচিত সাংসদ, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াꦗত। প্রসঙ্গত, মাণ্ডিতে কঙ্গনার হয়ে প্র✤চারেও গিয়েছিলেন নরেন্দ্র মোদী।
প্র🦩ধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন অনুপম খের, অনিল কাপুর সহ আরও বেশকয়েকজন তারকা। এছাড়াও প্রধাꦆনমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার আগে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজকুমার রাও, অজয় দেবগন সহ বহু বলি তারকা।