বৃহস্পতিবার শাহরুখের জন্মদিনে প্রকাশ্যে এসেছে তাঁꩲর ক্রিসমাস রিলিজ ‘ডাঙ্কি’র প্রথম ঝলক। যা এই ছবি ঘিরে উন্মাদনার পারদ শতগুণ বাড়িয়ে দিয়েছে। জন্মদিনে ফ্যানেদের মুখোমুখি হলেন বাদশা। ‘পাঠান’, ‘জওয়ান’-এর সাফল্যের জন্য ভক্তদের ধন্যবাদ জানানোর পাশাপাশি কথা বললেন ‘ডাঙ্কি’ নিয়ে।
৫৮-য় পা দিয়েছেন, তবে দিন দিন যেন ‘জওয়ান’ হচ্ছেন তিনি। এদিন ‘ডাঙ্কি’ পরিচালক রাজ কুমার হিরানি এবং লেখক ღঅভিজাত জোশীর উপস্থিতিতেই হাজারো ভক্তের মুখোমুখি হলেন বার্থ ডে বয়। পরনে ছেলের ব্র্যান্ডের সাদা টি-শার্ট আর ডেনিমে ঝলমল করলেন শাহরুখ। চোখে রোদচশমা আর মুখে সাফল্যের হাসি।
গত এক বছরের অনেকটা লম্বা সফর পার করেছেন তিনি। পরপর দু-টো হাজার কোটির ছবি শাহরুখের ঝুলিতে। হ্যাটট্রিকের লক্ষ্যে অবিচল তিনি। এদিন শাহরুখকে নিয়ে আবেগপ্রবণ ‘থ্রি-ইডিয়ট’ পরিচালক। স্মৃতি হাতড়ে জানালেন, ‘যখন আমি ফিল্ম ইনস্টিটিউডে পড়ি, নাগপুর থেকে এসেছিলাম। ওখান থেকে পাশ করার পর একটা অ্যানসাইটি কাজ করে, যে বাইরে গিয়ে ꦏআমি কী করে কাজ করব। বড় তারকা, যেমন বচ্চন সাহাব (অমিতাভ) কেন আমার সঙ্গে কাজ করতে চাইবে? তখন হোস্টলে একটা টিভি ছিল, সেখানে সার্কাস (শাহরুখ অভিনীত সিরিয়াল) দেখতাম। এখনও আমার মনে আছে প্ল্যাটফর্মের একটা দৃশ্য, একটা ঝকঝকে তরুণ অভিনেতা একটা মনোলোগ বলছে। আমার মনে হয়েছিল এটা কে! এ তো আর বড় তারকা নয়, যখন পড়া শেষ হবে 🗹একে সাইন করব’।
এরপর তিন দশকেরও বেশি সময় পার হয়েছ। শাহরুখ এখন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বড় নাম। হিরানি জানান, দু-বছর যখন তিনি পড়াশো𓂃না শেষ করেন, ততদিনে শাহরুখ বড় তারকা হয়ে গিয়েছেন। তাই সুযোগ হয়নি একসঙ্গে কাজ করার।
পালটা কিং খান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জবাব দেন। বলেন, ‘আমার সঙ্গেও এটাই ঘটেছিল যখন রাজু মুন্না ভাই নিয়ে এসেছিল। আমার মনে হয়েছিল, নতুন পরিচালক, করেই ফেলবে। চা♉র মাস, আট মাস পরে করব বলায়, ও চলেই গেল। আবার থ্রি ইডিয়টসের সময় যখন এল, তখন ভাবলাম ও কত আর বড় (পরিচালক) হয়েছে। আমি তো বড় (তারকা) হয়ে গিয়েছি। এরপর যখন ওটাও হাতছাড়া হয়ে গেল, ভাবলাম আর চান্স নেওয়া যাবে না।’
হাসিমুখে শাহরুখ যোগ করেন, ‘কোভিডের সময় আমি তো একে বাবল-এর মধ্যেই আটকে রেখেছিলাম। যে কোনওভাবেই যেতে দেব না। আমার সঙ্গেই ছবি বানাতে হবে। অন্য হিরোদের সঙ্গেও র♓াজুকে দেখা করতে দিইনি। এখনও দিচ্ছি না, পাছে অতিথি শিল্পীর ভূমিকায় না কাউকে নিয়ে নেয়। আসলে ব্যাপারটা হল আমরা দুজনেই এত বড় হয়ে গিয়েছি, যে একে অপরের জন্য সময় বার করতে একটু বেশি সময় লেগে গেল। তবে এবার একটা ছোট্ট আর মিষ্টি ছবি বানিয়েছি আমরা দুজনে’।
শাহরুখের জন্মদিনের গ্র্যান্ড পার্টিতে দেখা মিলল কানাডীয় পপতারকা Te🥂sher-এর চোখ ধাঁধানো পারᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚফরম্যান্স। কোমর দোলালেন শাহরুখও। ঝুমে জো পাঠান থেকে জওয়ান-এর গানে হুক স্টেপ ম্যাচ করলেন তারকা। আপতত অপেক্ষা ক্রিসমাসে ডাঙ্কি মুক্তির।