অবিকল শাহরুখের মতো দেখতে! ইব্রাহিম কাদ্রিকে দেখলে আপনিও একথাই বলবেন। হুট করে দেখলে আসলে ফারাক করাও মুশকিল। শাহরুখের সঙ্গে এরকম ‘আজব মিল’-এর কারণে এর আগেও খবরে এসেছেন তিনি।ܫ সম্প্রতি Humans of Bombay বইতে ইব্রাহিমকে কথা বলতে শোনা গেল, একবার শাহরুখ ভেবে কীভাবে তাঁকে ছেঁকে ধরেছিল জনতা। ভিড়ভাট্টা, ছবি নেওয়ার জন্য ঠেলাঠেলির মাঝে টি-শার্ট ছিড়ে যায়, পুলিশ এসে শেষে তাঁকে উদ্ধার করে। তবে তিনি জানান শাহরুখের মতো দেখতে হওয়ায় নিজেকে ‘গুরুত্বপূর্ণ’ ভাবেন আজকাল! সঙ্গে বাদশাকে রোজ এগুলোর মুখোমুখি হতে হয় ভেবে প্রশংসাও করলেন ধৈর্যের!
ইনস্টাগ্রাম পোস্টে ইব্রাহিম লেখেন, ‘আমি মোটেই এমন ব্যক্তি নই যে নিজের লুকসের দিকে বিশেষ নজর দেয়। কিন্তু আমাকে দেখে কখনও আমার পরিবার বা বন্ধুরা বলে বসেন, ‘তোমায় শাহরুখের মতো লাগছে’! আমার মা-বাবারও এটা ভেবে গর্ব হয় ওরা এমন এক ছেলের জন্ম দিয়েছেন যার সাথে শাহরুখের অদ্ভুত মিল আছে। বয়ঃসন্ধির সময়তে এই ব্যাপারটা আরও বাড়াবাড়ি আকার নিয়েছিল, তখন তো পুরো শাহরুখ লাগত! আর তখনই শুরু হল পাগলামি। বন্ধুদের সঙ্গে রইস দেখতে গিয়েছিলাম, তখন সবাই সেলফির জন্য ঘিরে ধরে এটা ভেবে যে সত্যি শাহরুখ হলে এসেছে প্রিমিয়ারে।’ আরও পড়ুন: মন্নতের নতুন নেমপ্লেটের জন্য কত খরচ হল শাহরুখের? টাকা꧂র অঙ্ক শুনল𒈔ে মুখ হাঁ হবেই
তিনি আরও জানান, ‘‘আরে♏কবার কেআরকে ভার্সেস গুজরাট মাঠ দেখতে মাঠে গিয়েছি। সবাই নিজের ক্যামেরা বের করে, আমার দিকে তাকিয়ে হাত নাড়তে থাকে। শাহরুখের ছবির ডায়লগ বলতে থাকে। বুঝলাম সবাই শাহরুখ খানকে কতটা ভালোবাসে। তখন প্রথমবার আমা𝐆র নিজেকে বাদশা মনে হল। ওটা খুব স্পেশ্যাল! কিন্তু হঠাৎই বুঝলাম শাহরুখকে কত কী ফেস করতে হয়। আমাকে সবাই মিলে ঘিরে ধরে। আমার অবস্থা তখন জালে পড়ার মতো। কেউ একজন আমার টি-শার্ট ছিড়ে দিয়েছে। আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে পুলিশকে ফোন করে বলতে হয়েছিল আমাকে উদ্ধার করে স্টেডিয়ামের বাইরে নিয়ে যেতে। আর আমাকে উদ্ধারের পর পুলিশও বলে, ‘এসআরকে স্যার, একটা সেলফি’?’’
শাহরুখের সঙ্গে কখনও দেখা হয়নি বলেই জানিয়েছেন ইব্রাহিম। তবে দেখা হলে বলতে চান, ‘ধন্যবাদ’ তাঁকে সবসময় হাসানো, কাঁদানো, গান গাওয়া-নাচানো-༒র জন্য।