মাত্র দুদিন আগে মুক্তি শাহরুখ খান অভিনীত ছবি পাঠান। দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে ফিরে এলেন শাহরুখ খান। শুধু ফিরেই আসেননি তিনি স্বমহিমায় ফিরে এসেছেন। এই ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছে। প্রথম দুদিনেই পাঠান বক্স অফিসে ১০০ কোটি কামিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। এই অবস্থায় যখন তাঁর ভক্তরা ভাবছিলেন অভিনেতা বুঝি ไসেই সংক্রান্ত কিছু পোস্ট করবেন তখন তাঁকে একটি দার্শনিক মোডেই দেখা গেল। টুইট করে ভক্তদের কোন পরামর্শ দিলেন '৫৭ বছর বয়সী' এই অভিনেতা?
টুইটারে অভিনেতা লেখেন, 'গাত্তাচা মুভি আমি কখনই কিছু বাঁচিয়ে রাখিনি সাঁতার কেটে ফিরে আসার জন্য। আমার মনে জীবন খানিকটা তাই। ফিরে আসা প্ল্যান করো না। সামনে এগিয়ে চল🌜া জন্য তুমি আছো। ফিরে এসো না। যেটা শুরু করেছ সেটা শেষ করার চেষ্টা করো। কিছু না♉ কেবল একজন ৫৭ বছর বয়সীর পরামর্শ।'
অনেকেই ভাবছেন তিনি কি এই পোস্ট পাঠান নিয়েই করেছেন? অনেকেই আবার 'ফিরে আসা প্ল্যান করো না' কথাটা নিয়ে ভাবছেন। তিনি কি বলিউড ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন তবে? অনেকেই তাঁর এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন♈, 'আপনার থেকে আমরা অনেক কিছু শিখেছি। সব থেকে ভালো হল আপনি কখনও হাল ছাড়েন না।' আরেক অনুরাগী লেখেন, ' আপনি কখনও কোথাও যাননি। আপনি আমাদের মনে ছিলেন সবসময়।'
২০১৮ সালে শাহরুখকে জিরো ছবিতে দেখা গিয়েছিল। কিন্তু ছবিটি বক্স অফিসে 🍌তেমন সাড়া পায়নি। কিন্তু চার বছর ফিরে তিনি রীতিমত চমক লাগিয়ে দিলেন! এই ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এখানে কিং খান ছাড়াও দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকে দেখা গিয়েছে মুখ্য ভূমিকায়। সঙ্গে একটি বিশেষ দৃশ্যে ক্যামিও চরিত্র൩ে সলমন খানকে দেখা গিয়েছে।