ইউনিসেফের দূত হয়ে ভারতে এসেছিলেন ডেভিড বেকহ্যাম। এই প্রাক্তন ফুটবলার আইসিসি ওয়ার্ল্ড কাপের সেমি ফাই𒈔নালের জন্য দেশে এসেছিলেন খেলার প্রচারের জন্য। তাঁকে গত বুধবার ১৫ নভেম্বর ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। এরপর তিনি একাধিক বলিউড তারকার সঙ্গে যেমন দেখা করেন তেমনই মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলা এবং শাহরুখ খানের মন্নতে গিয়েছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে।
শাহরুখ খান এবং ডেভিড বেকহ্যাম
শাহরুখ খানের বাড়ি মন্নতে নিমন্ত্রণ ছিল ডেভিড বেকহ্যামের। তাঁদের সেই সাক্ষাতের൩ একটি ছবি 🌳এদিন শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিং খানের পরনে এদিন একটি নীল টিশার্ট এবং জিন্স দেখা যায়। অন্যদিকে ডেভিডের পরনে ছিল অলিভ টিশার্ট এবং নীল স্ট্রাইপ ব্লেজার।
আরও পড়ুন: ল🐽গ্নজিতার গান নয়, ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে মজে ꦯদর্শকরা, চটে গিয়ে কী বললেন গায়িকা?
এই ছবি পোস্ট করে কিং খান লেখ🧔েন, 'এই আইকনের সঙ্গে গতকাল রাতে। কী ভীষণ ভালো মানুষ। দীর্ঘদিন ধরেই ওঁর একজন গুণমুগ্ধ ছিলাম। কিন্তু এদিন ওঁর সঙ্গে দেখা হওয়ার পর, শিশুদের সঙ্গে উনি কীভাবে মেশেন সেটা দেখার পর বুঝলাম উনি কতটা ভদ্র এবং নম্র স্বভাবের।' শাহরুখ তাঁর এই পোস্টে আরও লেখেন, 'তোমার পরিবারের জন্য অনেক ভালোবাসা রইল। খুব খুশি হলাম আলাপ করে। এবার একটু বিশ্রাম নিও।'
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে রিঅ্যাক্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'দুই লেজেন্ড একসঙ্গে। পৃথিবীর অন্যতম দুই হ্যান্ডসম⭕ পুরুষ।' কেউ আবার লেখেন, 'দুজনেরই বড় ফ্যান। ভীষণ ভালো লাগল আপনাদের একসঙ্গওে দেখে।'
শাহরুখ খানের আগামী প্রজেক্ট
শাহরুখ খানকে আগামীতে ডঙ্কি ছবিতে দেখা যাবে।🅠 রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিটি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। এখানে শাহরুখ খান ছাড়াও আছেন ভিকি কৌশল, তাপসী পান্নু, প্রমুখ।
ভারত বনাম অস্ট্রেলিয়া
আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম꧑ে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনাল। এদিন মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।