২০১৮-তে 'জিরো' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর দীর্ঘ ৪ বছর সিনেমার দুনিয়া থেকে দূরেই ছিলেন শাহরুখ। তবে তিনি ফিরেছেন, সেই পুরনো বাদশাহী মেজাজে। চলতি বছরে মুক্তি পাওয়া কিং ♕খানের দুটো ছবিই ব্লকবাস্টার। 'পাঠান' ও 'জওয়ান' গোটা বিশ্বব্যাপী ১০০০কোটি টাকার ব্যবসা করেছে। শাহরুখ আবারও একবার বুঝিয়েছেন তিনিই 'রাজা'। আর এবার 'জওয়ান'-এদেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে। তা প্রতিবেশী দেশে কতটা সফল এই ছবি?
প্রথম আলো সূত্রে খবর, বাংলাদেশের মোট ৪৬টি সিনেমাহলে মুক্তি পায় 'জওয়ান'। প্রথমদিন বাংলাদেশে 'জওয়ান'-এর শো সংখ্যা ছিল ২৫৩টি। পরে দর্শকদের চাপে হল সংখ্যা এবং শো বাড়ানো হয়। 'জওয়ান' মুক্তির চতুর্থ সপ্তাহে এসেও বাংলাদেশের ৪৬টি সিনেমাহলে জওয়ান চলছে। প্রতিদিন থাকছে ২০৪টি করে শো।এই সপ্তাহে ১ হাজার ৪২৮টি শো হওয়ার কথা। ব🦹াংলাদেশে প্রথম সপ্তাহেই শুধুমাত্র ৫৫ লক্ষ টাকা আয় করছিল জওয়ান।
আরও পড়ুন-জখম হয়েছেন, রক্তপাত হচ্ছে শ্রুতির, স্ত♍্রীর যন্ত্রণাতেও হেসে চলেছেন স্বর্ণেন্দু!
আরও পড়ুন-বিয়ের সাজে স্বস্তিকা, দি♈ব্যজ্যোতির সঙ্গে প্রেমচর্চা উসকে লিখলেন, ‘তোমায় ভীষ🔴ণ ভালোবাসি’
আরও পড়ন-ব্যারাকপুর নিয়ে ক্রাইম থ্রিলার ব💯ানাবেন!💧 সিপিএম নেতার বাড়িতে ২ ঘণ্টা কথা রাজের
এদিকে গত ২৬ সেপ্টেম্বর বিজনেজ টু'ডের প্রতিবেদন অনুসারে জওয়ান বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত ১ মিলিয়ন ডলার। অর্থাৎ যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় 8 কোটি, ৩১ লক্ষ, ৭৭ হাজার, ৫💧৫০ ডলার। এদিকে প্রথম আলো সূত্রে খবর, বাংলাদেশে এখনও 'জওয়ান' দেখার চাহিদা তুঙ্গে। এখনও সেদেশে 'জওয়ান'-এর টিকিটের হাহাকার রয়েছে।
এদিকে ২৯ সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থ শুক্রবারে ভারতীয় বক্স অফিসে জওয়ান ৫.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। গত বৃহস্পতিবার শাহরুꦜখের ছবিটির আয় ছিল ৫.৯৭ কোটি টাকা। তবে শুক্রবার সেটা বেশ অনেকটাই কমেছে। এখন দেশে জওয়ানের মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৫৮৭.১৫ কোটি। যদি এই ট্রেন্ড চলতে থাকে তাহলে আগামী সপ্তাহের একদম শুরুতেই কিং খানের এই ছবি ৬০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে বলে মনে করা হচ্ছে। এরপর রয়েছে লম্বা উইকেন্ড। শনি রবির পর সোমবারও জাতীয় ছুটি আছে। এই তিনদিনে 'জওয়ান'-এর আয় কতটা বাড়ে এখন সেটাই দেখার। অন্যদিকে বিশ্ব বক্স অফিসে ছবির ব্যবসা দাঁড়িয়েছে ১০৪৩.২১ কোটি টাকা।