নিজেকে স্টারকিড তকমা দিতে আপত্তি রয়েছে তাঁর। শাহিদের কথায় পঙ্কজ কাপুর পুত্র হওয়ার সুবিধা পেলে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কেরিয়ার শুরু করতে হত না তাঁকে। ‘তাল’ ছবিচতে ঐশ্বর্য রাইয়ের পিছনে দাঁড়িয়ে নাচা সেই ছেলেটা নিজের জেদ আর দমে এখন বলিউডের অন্যতম পরিচিত মুখ। একটা সময় শাহিদের ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা ছিল না, তবে মীরাকে বিয়ের পর থিতু হয়েছেন নায়ক। আরও পড়ুন-'টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়াক⛎ে না পাঠিয়ে বেঙ্গলকে পাঠানো হোক', KKR-এর জয়ের পর সৌরভ
ভবিষ্যত নিয়েও দূরদর্শী শাহিদ। তাই তো ফের মোটা টাকা খরচ করে 🎐ফের বিল✱াসবহুল বাড়ি কিনলেন শাহিদ কাপুর। মুম্বইয়ের ওরলি এলাকায় কয়েক বছর আগেই বিলাসবহুল ডুপ্লে কিনেছিলেন শাহিদ, এবার একই হাউসিং সোসাইটি, ওবেরয় ৩৬০ ওয়েস্ট প্রকল্পে প্রায় ৫৯ কোটি টাকা দিয়ে ফের একটি অ্যাপার্টমেন্ট কিনলেন নায়ক।
বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি ৫,৩৯৫ বর্গফুটের, রয়েছে তিনটি পার্কিং স্পেসও। নথিতে দেখা গিয়েছে, ২০২৪ সালের ২৪ মে ৫৮.৬৬ কোটি টাকার সম্পত্তিটি শাহিদ ও তাঁর স্ত্রী মীরার নামে রেজিস্ট্রার হয়েছে। অ্যাপার্টমেন্টটি ওবেরয় রিয়েলটি দ্বারা নির্মিত বহুতলের উপরের তলায় অবস্থিত। চন্দক রিয়েলটরস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই সম্পত💯্তি কিনেছেন শাহিদ-মীরা। 𒁃;
চন্দক রিয়েলটররা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৩৫.৩১ কোটি টাকায় এই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন, প্রায় এক বছ🦋রের ব্যাবধানে ২৩ কোটি টাকা লাভে সম্পত্তি বিক্রি করলেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক রিয়েল এস্টেট কনসালট্যান্ট এইচটি ডিজিটালকে বলেন,'এই অ্যাপার্টমেন্টটি চন্দক রিয়েলটি প্রতি বর্গফুট প্রায় ৬৫,০০০ টাকা দরে কিনেছিল এবং এটি এখন প্রতি বর্গফুট এক লক্ষ টাকারও বেশি দামে বিক্রি হয়েছে। যা লাভজনক'। এই লেনদেনের জন্য ১.৭৫ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি দিয়েছেন বলিউডের ‘কবীর সিং’।
২০১৮ সালে একই বিল্ডিংয়ে ৮,২৮১ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্🌱ট ৫৫.৬০ কোটি টাকায় কিনেছিলেন শাহিদ কাপুর।
ওবেরয় রিয়েলটি দ্বারা থ্রি সিক্সটি ওয়েস্ট এমন একটি প্রকল্প যেখানে পেন্টহাউস সহ 4BHK, 5BHK এবং ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট-সহ দু♐টি টাওয়ার রয়েছে। শাহিদের জুহুর বিলাসবহুল বাড়িটির ভাড়াটিয়া এখন কার্তিক আরিয়ান। শাহিদকে ৭ লক্ষ টাকা মাসপ্রতি ভাড়া দেন কার্তিক। এই নতুন অ্যাপার্টমেন্ট শাহিদ কি ভাꦏড়া দেবেন নাকি নিজেরাই নতুন অ্যাপার্টমেন্টে শিফট করবেন তা স্পষ্ট নয়।