হরর ফিল্ম নিয়ে আসতে চলেছেন বিকাশ বহেল। মুক্তি পেল সেই ছবি অর্থাৎ শয়তানের টিজার। এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে অজয় দেবগন, জ্যোতিকা, মাধবন। বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি প্রকাশ্যে এল এই ছবির এক মিনিট দৈর্ঘ্যের টিজার, আর তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে যে এই ছ🥂বি দর্শকদের হাড়হিম করা একটি অনুভূতি দিতে চলেছে। প্রথম ঝলকেই রীতিমত ভয় ধরিয়েছে শয়তান। প্রসঙ্গত এখানে নাম ভূমিকায়, অর্থাৎ শয়তানের চরিত্রে দেখা যাবে মাধবনকে। গত বুধবার অর্থাৎ ২৪ জানুয়া🍎রি প্রথমবার এই ছবির বিষয়ে ঘোষণা করা হয়।
মুক্তি পেল শয়তান ছবির টিজার
শয়তানে🎃র টিজারের শুরুটাই হয় একটা ভয়েস ওভার দিয়ে। সেখানে মাধবনকে অর্থাৎ শয়তানকে বলতে শোনা যায় ' বলা হয় যে এই গোটা দুনিয়া কানে শুনতে পায় না। কিন্তু সবাই আমার কথাই শোনে। কালের থেকেও কালা আমি। নরকের পেয়ালা আ💙মি।' সেই কণ্ঠ আরও বলে, 'অভিশাপ আমি, ওষুধও আমি, বহু বছর ধরে সব দেখছি আমি। আমি রাত, আমি সন্ধ্যা, আমি গোটা কায়নাত। আমি তৈরি করি, আমি ধ্বংস করি। তাই সাবধান। সবাই বলে আমি কাউকে ছাড়ি না। এটার একটা খেলা আছে, খেলতে চাও? এটার একটাই নিয়ম। আমি যাই বলি না কেন সেটার প্রলোভনে পা দেবে না।' টিজারে কালা জাদুর নানা সামগ্রী দেখানো হয়। সবশেষে টিজারে ভেসে ওঠে শয়তান মাধবনের মুখ আর ভয় পাওয়া অজয় দেবগন এবং জ্যোতিকার ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারা।
আরও পডুন: শুটিংয়ের মাত্র একসপ্তাহ আগে বদলান🦩ো হয় মেরি ক্রিসমাসের ক্লাইম্যাক্স! কিন্তু কেন?
শয়তান প্রসঙ্গে
আগামী ৮ মার্চ মুক্তি পেতে🐷 চলেছে শয়তান। তবে গল্পটা কী নিয়ে সেটা বিশেষ স্পষ্ট নয়, কিন্তু হরর জ্যরের যে সেটা দেখেই বেশ বোঝা যাচ্ছে। এদিন অজয় দেবগন নিজেই এই ছবির টিজার পোস্ট করেন। লেখেন, 'ও তোমায় জিজ্ঞেস করবে এই খেলাটা খেলবে? কিন্তু ওর উসকানিতে ফাঁসবে না।' জ্যোতিকা বহুদিন পর এই ছবির হাত ধরে হিন্দি ছবিতে ফিরছেন। এটির নিবেদন করেছে অজয় দেবগন ফিল্মস এবং প্যানোরোমা স্টুডিয়োজ ইন্টারন্যাশনাল। প্রযোজনার দায়িত্বে অজয় দেবগন, জ্যোতিকা দেশপান্ডে, কুমার মঙ্গত পাঠক এবং অভিষেক পাঠক। ছবিটির সঙ্গীতের দায়িত্বে দেবী শ্রী প্রসᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাদ। অনেকেই মনে করছেন এই ছবিটি আদতে গুজরাটি ছবি ব্যাসের রিমেক।
আরও পডুন: 'স্পেস🗹 চাই...' গালাগালি নিয়ে সাফাই রূপমের, চাইছেন রক অ্যাকাডেমি শুরু করতে
জ্যোতিকা এই ছবির টিজ🌌ার শেয়ার 🦩করে লেখেন, 'খেল ওর, নিয়মটাও ওর। এমনটাই শয়তানের ফাঁদ।' ছবির টিজার শেয়ার করতে বাদ যাননি মাধবন। তিনি লেখেন, 'যাই হয়ে যাক, ওর প্রলোভনে পা দেবে না।'
অজয়ের আগামী প্রজেক্ট
অজয় দেবগনকে শেষবার ভোলা ছবিতে দেখা গিয়েছিল। আগামীতে তাঁকে শয়তান ছাড়াও দেখা যাবে ময়দানে। সেই ছবিটি ২০২৪ সালের ইদে মুক্তি পাবে। অন্যদিকে মাধবনকে দ্যা রেলওয়ে মেন সিরিজে দেখা গিয়েছিল। আগা🅺মীতে তাঁকে টেস্ট, আমরিকি পণ্ডিত, ইত্যাদিতে ছবিতে দেখা যাবে।