আশির দশকে বলিউডের জনপ্রিয় খলনায়কের মধ্যে অন্যতম ছিলেন অভিনেতা শক্তি কাপুর। নেতিবাচক চরিত্রে অভিনেতার পর্দা কাঁপানো অভিনয় দশকের পর দশক মুগ্ধ হয়েছেন ভক্তরা। কিন্তু একটি ছবির দৃশ্যে ক্যামেরার সামনে༺ বার বার চড়ের টেক দিতে গিয়ে নাকি অভিনেতার মনে হতে শুরু করে, এখানেই তাঁর কেরিয়ার শেষ। খানিকটা অপমানও বোধ করেছিলেন তিনি।
'দ্য কপিল শর্মা শো' সিজন ৩-এর একটি পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছেন অভিনেতা শক্তি কাপুর। ১৯৮৩ সালে 'মাওয়ালি' ছবিতে ক্যামেরার সামনে একের পর এক চড় খাওয়ার কথা স্মরণ করতে গিয়ে অভিনেতা জানিয়েছেন, 'সত্তে পে সত্তা করার পর ১৯৮৩ সালে 'মাওয়াল▨ি' ছবির অফার পেয়েছিলাম। ছবির প্রথম শটেই কাদের খান আমাকে চড়ে মেরে মাটিতে শুইয়ে দেন। এর পর অরুণা ইরানির সঙ্গে দ্বিতীয় শট। সেখানেও তিনি আমাকে ঠাস করে চড় মেরে মাটিতে ফেলে দেন। তৃতীয় বারও একই ঘটনা ঘটে।'
আরও পড়ুন: অটুট বন্ধন, পঞ্চম বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে ভালোবাসামাখা পোস্ট পাওলি দামের
শোতে শক্তির﷽ সঙ্গে হাজির হয়েছেন গুফি পেইন্টাল, আসরানি এবং টিকু তালসানিয়া। অভিনেতার কথায়, সেই সময় তিনি ভেবেই নিয়েছিলেন তাঁর কেরিয়ার এখানেই শেষ।
শক্তির কথায়, ‘ছবির পরিচালক ছিলেন কে বাপাইয়া। কাদের খানও এই ছবির একটি অংশ ছিলেন। আমি কাদের খানের কাছে গিয়ে বললাম, ‘আমি তোমার পায়ে পড়ি। আমা♏কে সন্ধ্যার টিকিট বুক করে দাও। ছবির অংশ হতে চাই না আমি। এখনও বিয়ে করিনি আমি, এখানেই তো কেরিয়ার শেষ!'