চার বছর পর রুপোলি পর্দায় ফিরলেন রণবীর কাপুর। তবে সেই কামব্যাক ধামেকাদার হল না! যশ রাজ ফিল্মসের এই বিগ 𓆉বাজেট অ্যাকশন ছবি শুরুতেই হোঁচট খেল। মুক্তির প্রথম দিন দেশের বক্স অফিসে ১০ কোটি টাকার গণ্ডি পার করেছে এই ছবি, যা সাম্প্রতিক সময়ের অনেক ছবির চেয়ে অনেকটাই বেশি। তবে এই ছবির বাজেট, স্কেল এবং মুক্তির পরিসরের কথা মাꦰথায় লাগলে টাকার এই অঙ্ক আশানুরূপ একেবারেই নয়।
ট্♔রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ‘শামশেরা’র বক্স অফিস রিপোর্ট শেয়ার করতে গিয়ে জানান এই ছবির পারফরম্যান্সে ‘ইন্ডাস্📖ট্রির অন্দরেই হতাশার পাহাড়’।
প্রায় ১৫০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে এই ছবি। পরিচালক করণ মালহোত্রার এই ছবিতে লিড রোলে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং সঞ্জয় দত্ত। ছবꦅিতে রণবীরের ‘আই ক্যান্ডি’ নায়িকা বাণী কাপুর। কেরিয়ারে প্রথমবার এই ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছে রণবীরকে।
সঞ্জু (২০১৮)-র পর প্রথমবার রুপোলি পর্দায় রণবীরের দর্শন। এই ছবি দেখেত হল ভরিয়ে 🐭দেবেন তারকার ভক্তরা, এমনটা আশা ছিল বিশেষজ্ঞদের তবে তেমনটা ঘটল না। শুক্রবার দেশের বক্স অফিসে ১০.২৫ কোটি টাকা আয় করেছে এই ছবি। শনিবার ও রবিবার ছবির কালেকশনে বিরাট বদল না এলে খরচের টাকা তুলতে নাকানিচোবানি খেত𓆉ে হবে ‘শামশেরা’কে।
সমালোচকদের মন জিততে ব্যর্থ হয়েছেন রণবীর🙈-বাণীরা। দর্শকও সন্তুষ্ট নয় এই ছবি দেখে। সুতরাং আগামিতে ‘শামশেরা’র জন্য ভালো কিছু অপেক্ষা করছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনটাও শোনা যাচ্ছে, শন🍸িবার দেশজুড়ে ‘শামশেরা’র একাধিক শো বাতিল করা হয়েছে দর্শকদের অভাবে।