শুক্রবার রণবীর কাপুরের আসন্ন সিনেমা ‘শামশেরা’-এর ট্রেলার মুক্তি প🦩েয়েছে। মুম্বইয়ে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির নায়ক রণবীর। অনুষ্ঠানে পৌঁছোনোর মুখে ছোট্ট একটি দুর্ঘটনার কবলে পড🐷়েছিলেন অভিনেতা। তাই পৌঁছোতেও যথারীতি দেরী হয়েছিল তাঁর। এ দিন উপস্থিত হয়ে দেরি করার কারণ জানিয়েছেন অভিনেতা নিজেই।
যে শপিং মলে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল, তার বদলে অন্য একটি শপিং মলে পৌঁছে গিয়েছিলেন রণবীর ও তাঁর গাড়ির চালক। বেসমেন্ট পারಞ্কিংয়ে গাড়ি রাখার পর সেখান থেকে বেরোতে দেরী হয় তাঁদের। এরপর অভিনেতার গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির ধাক্কা লাগে। 🏅ফলে রণবীরের গাড়ির কাঁচ নাকি ভেঙে যায়।
আরও পড়ুন: জীবনে টাংরি কাবাব নয়,💃 আলিয়ার মতো ‘ডাল-ভা✨ত-তরকাই সেরা’ বললেন ‘বিবাহিত’ রণবীর
‘শামশেরা’ নায়কের মুখে পুরো ঘটনা শোনার পর ছবির পরিচালক করণ বলে ওঠেন, ‘কাচ ভাঙা আসলে শুভ বলে মনে করা হয়।’ যদিও এই ঘটনায় রণবী💟র এবং 🎃অন্য কারও কোনও চোট লাগেনি। সকলেই সুস্থ আছেন।
ছবির প্রেক্ষাপট ১৮৭১ সালের। ছবিতে রণবীরের পাশাপাশি রয়েছেন সঞ্জয় দত্ত এবং বাণী কাপুরও। ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন বাণী এবং খলনায়কের চরিত্রে রয়েছেন সঞ্জয়। কাল্পনিক কাজা শহরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ♉এই ছবি✨র গল্প। এক ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন রণবীর, পরবর্তী কালে স্বাধীনতা সংগ্রামী হয়ে যান তিনি।
আরও পড়ুন: শামশেরায় শুধু ছেলের চরিত্রই অফারဣ হয়েছিল রণবীরকে, ‘আদিত্যকে পটাই ডবল রোলের জন্য’!
ছোট থেকেই দাসত্বের শৃঙ্খল পায়ে নিয়ে বড় হয়েছে শামশেরা। এরপর নিজের জাতিকে রক্ষার দায় কাঁধে তুলে নেয় সে। ‘স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়’ ছবির ট্র🐽েলারে বার্তা ‘শামশেরা' রণবীরের। আগামী ২২শে জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি। হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি♒ পাবে ‘শামশেরা’।