তাঁর শরীরে বইছে ঠাকুর পরিবারের রক্ত। সম্পর্কে রবি ঠাকুরের আত্মীয়া শর্মিলা ঠাকুর। বলিউডের 'বিন্দাস' নায়িকা থেকে রক্ষণশীল পতৌদির নবাব খানদানের বউমা। ভালোবাসার টানে এই কঠিন বাধা পার করতে পেরেছিলেন শর্মিলা। মুসলিম মনসুর আলি খানকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করেন শর্মিলা, তাঁর নতুন নাম হয় আয়েশা সুলতানা। 💙আরও পড়ুন-শাশুড়ি বিকিনিতে দেখে ফেললে! ভয়ে এইౠ কাণ্ড ঘটিয়েছিলেন নবাব পরিবারের বাঙালি বউমা, শর্মিলা ঠাকুর
প্রথম দেখাতেই হ্যান্ডসাম মনসুরের প্রেমে পড়েছিলেন সুন্দরী শর্মিলা, এমনটা মোটেই নয়! 𒀰সেই সময় ক্রিকেট নিয়ে খুব বেশি জ্ঞান ছিল না শর্মিলার, অন্যদিকে তাঁর ছবিও সেভাবে দেখে ওঠেননি ক্রিকেট নিয়ে সারাদিন ব্যস্ত থাকা মনসুর আলি খান। টাইগারের প্রেম প্রস্তাবে সায় দিতে অবাক শর্ত রেখেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, পরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚের ম্যাচ তিনটে পরপর বলে ছক্কা হাঁকালে তবেই ‘হ্যাঁ’ বলবেন। নিরাশ করেননি টাইগার। প্রেমিকার দাবি পূরণ করে তাঁর মন জিতে ছিলেন।
সম্প্রতি এক𒊎 সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবনের অনেক রহস্য ফাঁস করেছেন শর্মিলা। একবার প্যারিসে বাস্তিল দিবস (ফ্রান্সের জাতীয় দিন) উদযাপনের সময় নতুন মোড় নেয় তাঁদের সম্পর্ক। শর্মিলা জানিয়েছেন, একদম ফিল্মি কায়দায় প্যারিসের রাস্তায় হাঁটু মুড়ে বসে মনসুর আলি খান জানতে চেয়েছিলেন, ‘আমায় বিয়ে করবে?’ উদযাপন, হই-হুল্লোড়ের মাঝেই সেই প্রস্তাব ভালোভাবে শুনতে পর্যন্ত পাননি শর্মিলা। তবে স্পষ্ট বলেছিলেন, ‘আমি তোমায় বিয়ে করতে রাজি’।
বিয়ের আগেই হবু বরের জন্য এমন কিছু করেছিলেন শর্মিলা, যা সত্যি অকল্পনীয়। ষাটের দশকে মনসুর আলি খান পতৌদির জন্য🌠 ১ লাখ টাকা দিয়ে মার্সেডিজ বেনজ কিনেছিলেন শর্মিলা। শুধু টাকার অঙ্কের জন্যই এই লাক্সারি গাড়ি কিনতে কালঘাম ছুটত কোটি কোটি টাকার মালিকেরও। কারণ এই গাড়ি বিদেশ থেকে আমদানি করতে নিতে হতো আগাম অনুমতি। ধর্মের বেড়াজাল যেমন শর্মিলা-মনসুরের প্রেমকে রুখতে পারেনি, তেমনই এইসব অনুমতির ঝক্কিকে বুড়ো আঙুল দেখিয়ে টাইগারের জন্য এই খাস উপহারের বন্দোবস্ত করেছিলেন শর্মিলা।
শরীরে বইছেꦛ ঠাকুর পরিবারের✃ রক্ত, রবীন্দ্রনাথ সম্পর্কে কে হন? জানালেন শর্মিলা
১৯৬৮ সালে নবাব মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করেন 𝄹শর্মিলা। তাঁদের তিন সন্তান- সইফ, সাবা ও সোহা। ১৯৬৪ সালে কাশ্মীর কি কলি ছবির সঙ্গে হিন্দি চলচ্চিত্র হাতেখড়ি তাঁর। সত্যজিতের অপুর সংসারের হাত ধরে রুপোলি সফর শুরু শর্মিলার।
‘আরাধনা’, ‘চুকে চুপকে’, ‘অমর প্রেম’-এর কালজয়ী ছবির অংশ থেকেছেন শর্মিলা। প্রসঙ💫্গত, সুমন ঘোষের ‘পুরাতন’-এর হাত ধরে বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা। এই ছবিতে শর্মিলারไ সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। ইতিমধ্যেই শেষ হয়েছে শ্যুটিংয়ের কাজ। ক্যানসার জয়ের পর এই ছবির সঙ্গে কামব্যাক করবেন শর্মিলা।