নাম শেখর রবজিয়ানি, সঙ্গীত পরিচালক হিসাবে বেশ জনপ্রিয় তিনি। ফের একবার রিয়ালিটি শো সারেগামাপা-র মঞ্চে ফিরছেন শেখর। নতুন সিজনের বিচারক 🅰হিসাবে বেছে নেওয়া হয়েছে শেখরকে। বহু বছর পর সারেগামাপা-রিয়ালিটি শোয়ে ফিরে আবেগতাড়িত শেখর।
শেখর রবজিয়ানি-র কথায় সারেগামাপা-রিয়ালিটি শোটি সত্যিই তাঁর হৃদয়ের খুব কাছের। এই শোয়ের সঙ্গে মিলেমিশে আছে তাঁর বহু স্মৃতি। ২০০৭ সালেও এই শোয়ের বিচারকের আসনে ছিলেন তিনি। সেবার ꦏশেখরের সঙ্গে বিচা🌊রকের আসনে ছিলেন হিমেশ রেশমিয়া, ইসমাইল দরবার, বাপ্পি লাহিড়ি এবং আদিত্য নারায়ণ। তবে শুধু বিচারক হিসাবেই নয়, একসময় প্রতিযোগী হিসাবেও সারেগামাপা-তে এসেছিলেন শেখর। যদিও প্রতিযোগী হিসাবে প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। সম্প্রতি করিশ্মা তন্না আয়োজিত পডকাস্টে এবিষয়ে মুখ খুলেছেন শেখর রবজিয়ানি।
একজন বিচারক হিসাবে তাঁর রিয়েলিটি শো-এর অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে, শেখর রবজিয়ানি বলেন, এলিমিন🐓েশনের( বাদ পড়া) সময়টা খুব কঠিন। আমি সবসময় প্রতিযোগীদের বলি যে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা আপনাকে শেখাবে। এখান থেকে অভিজ্ঞতা সঞ্চ🅘য় করুন। সেই অভিজ্ঞতাকে উপভোগ করুন এবং অন্যদের কাছ থেকে শিখুন।'
শেখর আরও বলেন, ‘আমার মনে আছে আমি একজন প্রতিযোগী হিসেবে সা রে গা মা পা-তে অংশগ্রহণ করেছিলাম। সেটা ছিল ১৯৯৭ সালে। আমি꧒ গেয়েছিলাম, তবে আমি হেরে গিয়েছিলাম। যেদিন আমি হেরেছিলাম, আমি এই মঞ্চ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। আর তখন আমি নিজেই নিজেকে বলেছিলাম, আবারও যেন আমি এই মঞ্চে ফিরে আসতে পারি, এই মঞ্চে দাঁড়াতে পারি, যেন বিচারক হিসাবে এই শোয়ে আসতে পারি। আর ২০০৭ সালে, আমি বিচারক হিসাবেই এই শোয়ে ফিরেছিলাম।'
শেখর রবজিয়ানির কথায়, তিনি এই হারকে খুব ইতিবাচকভাবে ভাবেই নিয়েছিলেন। তিনি বলেন, ‘মুখে হাসি নিয়েই আমি শো থেকে ফিরে গিয়েছিলা🍎ম। তাই আমি হারলেও আমি বিষয়টা ইতিবাচকভাবেই নিয়েছি। প্রতিদিন এটা আমার কাছে একটা শেখার প্রক্রিয়া ছিল।’
শেখর ২০১০ এবং ২০১৮ সালেও একই রিয়েলিটি শো-এর বিচারক হিসাবে ফিরেছিলেন। জো জিতা ওহি সুপারস্টার, ইন্ডিয়ান আইডল জুনিয়র, দিল হ্যায় হিন্দুস্তানি, 🎀দ্য ভয়েস ইন্ডিয়া কিডস এবং ওম শান্তি ওম-এর মতো গান গাওয়ার রিয়েলিটি শো-এর বিচারকের হিসাবেও দেখা গিয়েছে শেখর রবজিয়ানিকে। এদিকে জানা যাচ্ছে, এবার সারেগামাপা শোটি সেপ্টেম্বরের শেষের দিকে সম্প্রচারিত হবে, আগস্টে এই শোয়ের অডিশন শুরু হবে।