শিব🅠ানী দান্দেকর এবং ফারহান আখতার আখতার ফার্মহাউসে তাঁদের ঘ🌸নিষ্ঠ বন্ধু বান্ধব ও অন্তরঙ্গ আত্মীয়দের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, শিবানী তাঁদের সম্পর্ক এবং থেরাপির মধ্য দিয়ে যাওয়ার কথা খুলে বলেছেন।
তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্ট, ‘চ্যাপ্টার ২’- এ কথা বলার সময়, শিবানী বিয়ের সময় নেওয়া থেরাপির কথা শেয়ার করেছেন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘এটা অনেকটা জিমে যাওয়ার মতো ছিল, কারণ এখানেও নিয়ম করে যেতে হবে আর থেরাপি চালিয়ে যেতে হবে। আমাদের বিয়ে ছিল সোমবার এবং আ🐬মাদের পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই সপ্তাহেরই বুধবারে। আমার মনে আছে, যখন আমারা থেরাপিস্টের চেম্বারে গিয়েছিলাম তিনি আমাদের দেখে খুব অবাক হয়েছিলেন। আর বলেছিলেন, তোমরা এখানে কী করছ? সবে ২৪ ঘণ্টা হল তোমাদের বিয়ে হয়েছে।'
আরও পড়ুন: ‘অনেক ধাক্কা খেয়েছি, অনেকবার লাথি খেয়েছি…’, ইন্ডাস্ট্রির মুখো💃শধারীদের নিয়েꦇ মুখ খুললেন কৌশানী
শিবানী দম্পতিদের এই থেরাপি নেওয়ার ইতিবাচক দিকগুলি তুলে ♔ধরেছেন। দুটো মানুষ সব🌠 সময় যে একই মত পোষন করবেন তা কিন্তু নয়। তাই তর্ক বিতর্ক হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু এই থেরাপি তা কম সময়ের মধ্যে, নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে বা সমাধান করতে সাহায্য করে।
আরও পড়ুন: ‘ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও…', মৃত্যর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই, অ꧒কপট কিরণ
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে ফারহান অধুনা ভবানীর সঙ্গে বিবাহবিচ্ছেদের বিষয়েও মুখ খুলেছিলেন। তাঁরা ১৬ বছর ধরে একসঙ্গে সংসার করার পর বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন। তাঁদের দুটি সন্তানও রয়েছে শাক্য এবং আকিরা। সম্পর্কের খারাপ সময়ের কথা বলতে গিয়ে ফারহান তাঁর সন্তানদের কথা জানিয়ে দুঃখ ꧅প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি আমার সন্তানদের কাছে অপরাধী। যখন অধুনা এবং আমার বিবাহবিচ্ছেদ হয় তখন এই অপরাধবোধ আমার মধ্যে প্রবলভাবে কাজ করত। কারণ এতে আমার সন্তানদের তো কোনও দোষ ছিল না। আমাদের মাঝে পড়ে ওরা শুধু শুধু কষ্ট পেয়েছে।’
কাজের সূত্রে, ফারহান আখতার 'লেহে ১২০ বাহাদুর'-এর শুটিংয়ে ব্যস্ত। ছবিটি পরিচালনা করছে▨ন রজনীশ রাজি ঘাই। এর কাজ শেষ হলে, তিনি তাঁর বহুল প্রতীক্ষিত প্রোজেক্ট ‘ডন ৩’-এর কাজ শুরু করবেন ফারহান। ছবির পরিচালকও তিনিই। ছবিতে প্রধান ভূমিকায় রণবী🧔র সিংকে দেখা যাবে।