ꦕএবার পুজোয় টেক্কা এবং শাস্ত্রী ছবি দুটোর সঙ্গে মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের বহুর⛎ূপী। কিন্তু তিনটির মধ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবিটিই সবচেয়ে বেশি নজর কেড়েছে। চর্চায় থেকেছে। প্রশংসা পেয়েছে মিউজিক অ্যালবামের জন্য। আর তার মাঝেই ছবির সাফল্য নিয়ে কী বললেন অভিনেতা-পরিচালক?
ছবির সাফল্য নিয়ে কী বললেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়?
এই♏ বিষয়ে অভিনেতা তথা পরিচালক এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'এটা হয়েছে কেবল মানুষের মন ছুঁয়ে যাওয়ার কারণে। সবার মুখে মুখে ছবিটির কথা ঘুরছে, সেটাই ভীষণ ভাবে কাজে দিয়েছেন সব বয়সের মানুষরাই বহুরূপী দেখছেন।'
না, তবে কেবল কলকাতা বা বাংলায় নয়। বহুরূপী সমান ভাবে সমাদৃত হয়েছে প্রবাসী বাঙালিদের কাছেও। অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্য তো বটেই বিদেশের মাটি থেকেও শিবপ্রসাদ এবং নন্দিতার জুটির এই ছবির জন্য প্রশংসা ভেসে আসছে। সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, 'এগুলোই তো বড় পাওনা, আর কী চাই?' বাঙালিদের থেকে যে ভালোবাসা আমরা পাচ্ছি সেটা খুব গর্বে🐼র। বাড়ি থেকে দূরে থেকেও বাংলা ছবির স্বাদ তাঁরা পাচ্ছেন, এটাই তো কোথাও গিয়ে মানুষকে তাঁর শিকড়ের সঙ্গে জুড়ে রাখে।'
তবে বক্স অফিসে যেভাবে বহুরূপী দাপট দেখাচ্ছে, দীপাবলিতেও সেই একই দাপট বজায় থাকবে? সেই সময় দুটো হেভি 🌼ওয়েট হিন্দি ছবি মুক্তি পাচ্ছে, সিংঘম এগেন এবং ভুল ভুলাইয়া ৩। সেই ছবিগুলো এলে কি ছবির ব্যবসায় প্রভাব পড়বে? এই বিষয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়ে দেন তিনি এই বিষয়ে একেবারেই চিন্তিত নন, কারণ যে ছবি𒆙 ভালো ব্যবসা দিচ্ছে সেগুলো হল মালিকরা সরিয়ে দেয় না। তাই তাঁর মতে নতুন ছবি এলেও সেটার প্রভাব বহুরূপীর ব্যবসায় পড়বে না।
বহুরূপী ছবিটি প্রসঙ্গে
গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে বহুরূপী। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, প্রমুখ। বাস্তবের এক ব্যাঙ্ক ডাকাতের গল্পক💦ে তুলে ধরা হয়েছে ছবিতে। সঙ্গে দারুণ ভাবে তুলে ধরা হয়েছে বহুরূপীদের কথাও।