কথায় বলে পেটের দায় বড়ই কঠিন! তেমনই কঠিন বাস্তবের জেরে আজ সাগরিকার কোল ছাড়া তাঁর দুই সন্তান। সদ্যই মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্𓃲যায় অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। এই ছবিতে বাংলার মেয়ে সাগরিকার লড়াইয়ের গল্পই উঠে এসেছে। একটা সময় সন্তানদের কাছে পেতে নরওয়ে প্রশাসনের সঙ্গে একা লড়াই করেছিলেন সাগরিকা। দীর্ঘ আইনি লড়াই লড়ে দুই সন্তান, অভিজ্ঞান ও ঐশ্বর্যকে কাছে পান সাগরিকা। তারপর দেশে ফিরে আসেন পাকাপাকিভাবে, অথচ ততদিনে চিড় ধরেছে তাঁর সংসারে! স্বামী অনুরূপের🍬 থেকে আলাদা হয়েছেন।
বাস্তবের ‘মিসেস চ্যাটার্জি’ এখন একাই থাকেন। তাঁর সন্তানরাও কাছে নেই! কেন সন্তানদের থেকে বহুদূরে থাকতে হচ্ছে তাঁকে? যাঁদের জন্য সাগরিকার এত্ত লড়াই কেন তাঁদের কাছ-ছাড়া করলেন? আফসোসের সুরে এক সংবাদমাধ্য়মে তিনি জানান, ‘ছেলে-মেয়ে দু’টোকে মানুষ করার জন্য একটা টাকাও অনুরূপ (ভট্টাচার্য) দেয় না। নরওয়ে থেকে দেশেও ফেরেনি। ছেলে-মেয়েকে ফিরে পাওয়া পর্যন্ত লড়াইটা হয়ত পর্দায় দেখেছেন অনেকে, তবে এরপর আমাকে নি𒀰জের দাঁড়ানোর জন্যও একটা লড়াই লড়তে হয়েছে'।
বিয়ের আগেই এমবিএ পাশ করেছিলেন সাগরিকা। দেশে ফিরে সংসারের হাল তাঁকেই ধরতে হয়। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তাঁর চিকিৎসার খরচ, ছেলেমেয়ের স্কুলিং-- টাকার প্রয়োজনে শহর ছাড়তে হয় তাঁকে। কলকাতার বাইরে কর্মরতা সাগরিকা। সাগরিকা বলেন, ‘চার চারটে প্রাণ আমার মুখের দিকে তাকিয়ে। বাধ্য় হয়েছিলাম বাইরে চাকরি নিতে’। শুরু🐟তে নয়ডার এক অফিসে কাজ করেছেন, আপতত পুণে তাঁর ঠিকানা। ঐশ্বর্য-অভিজ্ঞান বেড়ে উঠছে দাদু-দিদিমার কাছে। সন্তানদের ফিরে পাওয়ার লড়াই ইতিমধ্যেই মলাটবন্দি করেছেন সাগরিকা, জানালেন-'সন্তানদের ফিরে পাওয়ার পরের লড়াইটাও কঠিন। যুদ্ধ তারপরেও করতে হয়েছিল…. ভাবছি আর একটা বই ℱলিখব'।
আরও পড়ুন- বাঙালি মায়ের আবেগ মন কাড়তে ব্যর্থ! ৩ দিনে কত আয় করল রানির ‘মিসেস চ্যাটার্জি..’&nb💞sp;
স্বামীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে সাগরিকা জানান, সন্তানদের বড় করে তুলতে কোনওরকম সাহায্য করেননি অনুরূপ। ছবির ট্রেলারের একটি দৃশ্যে দেবিকা (রানি)-র গায়ে হাত তু🎐লতে দেখা গিয়েছে তাঁর স্বামীকে। বলতে শোনা গিয়েছে, স্ত্রীর বাচ্চা ফিরে পাওয়ার জেদ তাঁর নরওয়ের নাগরিকত্ব পাওয়ার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। বাস্তবের মিসেস চ্যাটার্জির কথায়, ছবিতে যা দেখানো হয়েছে, তা কিছুই নয়। স্বামীর হাতে ‘অনেক বেশি অত্যাচার’ সহ্য করেছেন তিনি।