২৪ অগস্ট ৬৯ তম জাতীয় ফিল্ম পুরস্কারের বিজেতাদের নাম ঘোষণা করা হল। দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টার থেকে এদিন এই তালিকা ঘোষণা করা হয়। এবার আর মাধবনের রকেটরি- দ্য নাম্বি এফেক্ট ছবিটি সেরা ফিচার ফিল্ম পুরস্কার পেয়েছে। অন্যদিকে সেরা হিন্দি ফিচার ফিল্মের খেতাব যেতে সুজিত সরকার পরিচালিত সর্দার উধম। এই ছবিতে মুখ্য ভূমিকায় ভিকি🦄 কৌশলকে দেখা গিয়েছিল।
জাতীয় পুরস্কার তো আর চাট্টিখানি কথা নয়! এত বড় একটা সম্মান পুরস্কার পাওয়ার কী কেমন লাগছে পরিচালকের? সুজিত জনান তিনি আপাতত সপ্তম আকাশে ভাসছেন। এই খেতাবের জন্য তিনি জুরি সদস্যদের ধন্যবাদ জানান তাঁর ছবিকে পুরস্কৃত করার জন্য। পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'এটা একটা জাতীয় স্তরে মান্যতা পাওয়া। ভীষণ গর্বিত। আমরা যখন ছবিটা তৈরি করি তখন সেটার জন্য ভীষণ খেটেছিলাম। যতটা পেরেছি গোটা বিষয়টাকে রিয়েলিস্টিক করে তুলতে চেয়েছ൲ি। এছাড়া একজন বিপ্লবী যেমন ছিলেন তাঁকে সেভাবেই এখানে তুলে ধরতে চেয়েছি আমি। ফলে যখন আপনার এই ভাবনা, দর্শন সকলে মেনে নেন, সম্মান জানান, ভালোবাসা দেব তখন সত্যি গর্ব হয়। আমি জুরি সদস্যদের কাছে কৃতজ্ঞ যে ওঁরা ভেবেছেন এই খেতাবের জন্য এই ছবিটি যোগ্য। আমি খুব খুশি।'
তবে জানেন কি সর্দার উধমের চরিত্রটা সুজিত সরকার প্রাথমিক ভাবে প্রয়াত অভিনেতা ইরফান খা🅰নের জন্য, তাঁর কথা মাথায় রেখে লিখেছিলেন! তবে তিনি অকালে ওভাবে💧 চলে যাওয়ার পর সেই চরিত্রের প্রস্তাব যায় ভিকির কাছে। তবে আজ ইরফান খানের চলে যাওয়ার এত বছর পরেও সুজিত যে তাঁকে প্রতিনিয়ত মিস করেন সেটা জানাতে ভুললেন না।
আরও পড়ুন: 'ওঁ এত মিষ্টি কেন!' ব🐷িমানবন্দরে ‘হঠাৎ ꦅদেখা’ ভিকির সঙ্গে, অভিজ্ঞতা জানিয়ে কী লিখলেন ভক্ত
প্রসঙ্গত এই ছবিতে পঞ্জাবের বিপ্লবী সর্দার উধ✃মের গল্প দেখানো হয়েছে। জালিওয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পর তিনি এতটাই ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন যে বলার বাইরে। এই ঘটনায় তিনি তাঁর একমাত্র প্রিয়জনকে হারান। তখন রাগে অন্ধ হয়ে ঠিক করেন এই ঘটনার নেপথ্যে যিনি রয়েছেন সেই জেনারেল মাইকেল ও ডায়ারকে তিনি হত্যা করবেন। যেমন ভাবা তেমন কাজ। ইংল্যান্ডে যান সেখানে গিয়ে তিনি এত নির্দোষ মানুষকে হত্যা করার বদলা নেন ডায়ারকে হত্যা করে।