সোশ্যাল মিডিয়ায়তে এমনিতে খুব বেশি সক্রিয় নন অরিজিৎ সিং। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সবেতেই অরিজিতের অফিসিয়্যাল অ্যাকাউন্ট রয়েছে ঠিকই কিন্তু তা পরিচালনা করে গায়কের ম্যানেজমেন্ট। এর বাইরে অরিজিতের একটি নিজস্ব টুইটার অ্যাকাউন্ট রয়েছে। সেখানে অরিজিতের নামের পাশে ব্লু টিক নেই ঠিকই, কিন্তু 🙈অরিজিৎ-এর অন্ধ ভক্তরা জানে @Atmojoarjalojo এই টুইটার হ্যান্ডেলটি তাঁদের প্রিয় গায়কের। এখানে গায়ককে ফলো করে এক লক্ষেরও বেশি টুইটার-বাসী। তালিকায় রয়েছে🅷ন টলিউড ও বলিউডের বড় বড় তারকা।
‘পাসুরি’ গানের রিমেক গেয়ে সম্প্রতি চর্চায় অরিজিৎ। অনেকেই মুখর হয়েছেন গায়কের সমালোচনায়। পালটা গায়কের পাশে দাঁড়িয়েছেন ভক্তরা। এর মাঝেই অরিজিৎ সিং-এর এꦗই ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে উঠে এল একগুচ্ছ টুইট। সেখানে নিজের ভক্তদের উদ্দেশেই কড়া হুঁশিয়ারি 𒐪বার্তা দিলেন ‘তুম হি হো’ গায়ক।
এই মুহূর্তে বলিউডের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ, এক কথায় তাঁকে বলা হয় ‘হিট মেশিন’। 🀅তিনি গলা মেলালেই গান হিট! চার্টবাস্টার আর 𝔉অরিজিৎ সিং এখন সমার্থক শব্দ। এত সাফল্যের মাঝেও নিজের সহকর্মীদের প্রতি বরাবর শ্রদ্ধাশীল অরিজিৎ। মিউজিক ইন্ডাস্ট্রির সিনিয়রদের প্রতি তাঁর শ্রদ্ধা অশেষ, নতুনদেরও হামেশা উৎসাহ জোগান তিনি। তা সত্ত্বেও বারবার তাঁর সঙ্গে অন্যদের তুলনা টানা হয়, সেই তুলনা নিয়ে বেজায় বিরক্ত গায়ক।
এদিন টুইটারে অরিজিৎ🅰 লেখেন- ‘শেষবারের জন্য বলছি… শ্রেয়া ঘোষাল কিংবদন্তি, ওঁকে অপমান করা বন্ধ করুন। সোনু নিগম আমার আইডল, ওঁনার সঙ্গে আমার তুলনা এখনই বন্ধ হোক। কেকে আমার মেন্টর ছিলেন, আমি ওঁনার কাছ থেকে শিখেছি কীভাবে গﷺানের মধ্যে আবেগ ঢালতে হয়। মোহিত চৌহান (বাবাজি) এমন একজন যাকে আমি সম্মান করি, আতিফ আসলাম এমন একজন যাকে আমি ভালোবাসি’।
অরিজিতের এই টুইটের কমেন্ট বক্সে একজন লেখেন, ‘দাদা তোমার সঙ্গে যারা অন্যের অকারণ তুলানা টানে তারা জা🧜নেই না মিউজিক আসলে কী, তারা তোমার প্রকৃত ভক্ত নয়'। জবাবে অরিজিৎ লেখেন- ‘একদম সত্য়ি কথা’।
পরের টুইটে অরিজিৎ লেখেন- ‘আরও একটা কথা শ্রোতাদের জানিয়ে রাখি, আমি তোমাদের ভালোবাসায় আপ্লুত। কিন্তু এবার একটু অন্যদেরও ভালোবাসুন। আমাকে ভালোবাসার চক🅠্করে, আমার পক্ষ নিতে গিয়ে অন্যদের সঙ্গে লড়াই করছো। এটা নিজেদের সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়’।
নব্বইয়ের দশকের আর পাঁচটা বাচ্চার মতোই সোনু-কেকে'র গান শুনেই বড় হয়েছেন অরিজ⭕িৎ। শ্রেয়া ঘোষাল তাঁর চোখে লেজেন্ড, একথাও বহুবার বলতে শোনা গিয়েছে অরিজিৎ-কে। পাক শিল্পী আতিফ আসলামের প্রতিও প্রকাশ্যে ভালোবাসা জাহির করেছেন অরিজিৎ। তা সত্ত্বেও সবার সঙ্গে তাঁর তুলনায় যে বেজায় বিরক্ত গায়ক, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন এদিন। মিউজিক ইন্ডাস্ট্রিকেও একহাত নিতে ছাড়ালেন না অরিজিৎ।
অরিজিতের কথায়, ‘এটা প্রোপাগান্ডಞা, বুঝতে শেখো। সঙ্গীতশিল্পী হিসাবে আমাদের কখনই ভালো লাগে না যখন দেখি অপর শিল্পীকে ছোট করা হচ্ছে। ইন্ডাস্ট্রি নিজের অঙ্গুলি হেলনে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কোনও শিল্পীর কেরিয়ার ভাঙে বা গড়ে। আর আমরা লড়াই করে মরি, কারণ ওরা সেটাই চায়’।