এবারের জন্মাষ্টমী ৬ এবং ৭ সেপ🍨্টেম্বর দুদিন পড়েছে। কেউ কেউ ৬ তারিখেই পুজো সেরে নিয়েছেন, কেউ আবার ৭ তারিখে পুজো করছেন। ঘরে ঘরে গোপাল পুজোর উন্মাদনা এখন তুঙ্গে। বাড়ির ছোট্ট সদস্যের মতো তাঁর জন্য পঞ্চব্যঞ্জন রান্না করে, নাড়ু, ফুলে মালায় সাজিয়ে চলছে পু𝓡জো। বাদ যাচ্ছে না নতুন জামা, সাজ। সাধারণ মানুষ তো বটেই, সেলিব্রিটিদের বাড়ির ছবিটাও কিন্তু এক। তাঁদেরই অন্যতম হলেন রাঙা বউ, থুড়ি শ্রুতি দাস।
রাঙা বউ ধারাবাহিকে এখন 🌺দেখা যাচ্ছে সদ্য বিবাহিতা শ্রুতি দাসকে। চরম ব্যস্ততায় কাটে তাঁর দিন। দিনভর শুটিংয়ের ব্যস্ততা লেগেই থাকে, তবুও তার ফাঁকেই গোপাল আরাধনার জন্য বের করে নিয়েছেন সময়।
তিনিও অনে♕কেরই মতো ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পুজো করে নিয়েছেন। আর তবে সেই গোপাল পুজোর ক্লিপ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। বাড়ির ছোট্ট গোপালকে মধু মাখন, দুধ দিয়ে স্নান করাচ্ছেন তিনি। এমনই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি।
এই বিষয়ে তিনি এই সময়কে দেওয়া এ🌳কটা সাক্ষাৎকারে বলেন, 'আমি ভীষণ গোপাল ভক্ত। আমি যেখানে থাকি না কেন বাড়ি ফিরে ওকে শয়ন দিই। গোপালকে শয়ন না দিলে আমার কেমন যেন একটা করতে থাকে। আমি যদি কখনও কোনও কাজে আটকে যাই না পারি তাহলে মা ওকে শয়ন দিয়ে দেয়।'
জন্মাষ্🌊টমীর পুজোর বিষয়ে অভিনেত্রী জানান, 'আমি গতকাল রাতেই পুজো করে নিয়েছি। আমি যেমনটা যা পারি নিজের সাধ্য মতো সেই ভাবেই পুজো করে নিয়েছি। কোনও অতিরিক্ত আয়োজন করি না। আমার আর আমাদের বাড়ির গোপালের বয়স এক, ২৬ বছর বয়স দুজনেরই। দিদা আমায় ওকে দিয়েছিল। গোপাল আমার বাড়িরই সদস্য। আর এখন যেহেতু ও বড় হয়ে গেছে তাই অত আতুপুতু করি না। আমি নিজেও খুব একটা প্🐬যামম্পার্ড চাইল্ড নই।'
আরও পড়ুন: 'অচেনা শহরে' রোম্যান্টিক মুডে শ্রুতি, কোথায় গিয়েছেন 𝓡নবদম্পতি
কিন্তু এখন তো শ্রুতি বিবাহিত তাহলে কোন বাড়িতে পুজো করলেন? রাঙা বউয়ের কথা অনুযায়ী তিনি এবার তাঁর বাড়িতেই গোপাল পুজো করেছেন আগামী বছর থেকে শ্বশুরবাড়িতে করবেন।ꦦ প্রসঙ্গত তাঁর সঙ্গে কয়েক মাস আগে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দ🍬ারের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। দুজনে তারপর মিনি হানিমুন থেকেও ঘুরে এসেছেন।