আ๊র কযꦫ়েকদিনের অপেক্ষা, তারপরই বড় পর্দায় আসছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ফাইটার। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন। এ হেন ছবি মুক্তির আগেই এটিকে নিয়ে একটি গুজব প্রকাশ্যে এসেছিল। সেখানে দাবি করা হয় এই ছবি নাকি ৩ ঘণ্টার। তবে সেই গুজবকে নস্যাৎ করে আসল তথ্য প্রকাশ্যে আনলেন পরিচালক।
ফাইটার ছবির রান টাইম নিয়ে কী বললেন সিদ্ধার্থ আনন্দ?
এর আগেই একটি রিপোর্টে জানানো হয়েছিল যে এই ছবি নাকি ৩ ঘণ্টা ১০ মিনিট লম্বা। তবে সেই গুজবকে উড়িয়ে এক্সে এদিন সিদ্ধার্থ লেখেন, 'ꦯফাইটারের রান টাইমের𓂃 গুজব। আসল রান টাইম ২ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে।' এই ছবিটি নিবেদন করেছে ভায়াকম ১৮ স্টুডিয়ো এবং মারফ্লিক্স পিকচার্স। দুর্ধর্ষ অ্যাকশন থাকবে এই ছবিতে, এমনটাই জানানো হয়েছে।
আরও পড়ুন: খেলতে নেমে মাঠে ব🐈াংলায় কথা বলতেন স🐎ৌরভ-সচিন! দাদাগিরির মঞ্চে ফাঁস পুরনো কিস্সা
আরও পড়ুন: 'লোকসঙ্গীত বলে কিছু𒆙তে বিশ্বাস করি না...' কেন এমনটা বললেনꦏ নচিকেতা?
ফাইটার প্রসঙ্গ
সদ্যই প্রকাশ্যে এসেছে ফাইটার ছবির টিজার। এই এক মিনিট ১৪ সেকেন্ডের ভিডিয়োতে হৃতিক রোশনকে স্কোয়াড্রন লিডার শামসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা গিয়েছে। দীপিকা পাড়ুকোনকে স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিনির চরিত্রে এবং অনিল কাপুরকে গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয়♉ সিং ওরফে রকির চরিত্রে দেখা যাবে।
এরিয়াল স্টান্ট থেকে শুরু করে ভর🅰পুর অ্যাকশন রয়েছে এই ছবিতে। বাদ যায়নি রোম্যান্টিক পাঞ্চ। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। অনিল কাপুর, হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন ছাড়াও এখানে আছেন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, প্রমুখ। ওয়ার এবং ব্যাং ব্যাং ছবির পর এই ছবিতে ফের জুটি বেঁধেছেন হৃতিক এবং সিদ্ধার্থ।