রাহুল গান্ধীকে একহাত নিয়ে এবার ঐশ্বর্য রাই বচ্চনের প্রশংসায় পঞ্চমুখ সোনা মহাপাত্র। রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনদের আমন্ত্রণ করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। আর তাতেই বিরক্ত গায়িকা সোনা। টুইটারে প্রকাশ্যেই রাহুল গান্ধীকে একহাত নিয়ে ঐশ্ব♕র্যর পাশে দাঁড়িলেন সোনা মহাপাত্র। এবিষয়ে নিজের টুইটারে একাধিক টুইট করেছেন গায়িকা। রাহুল গান্ধীকে ট্যাগও করেছেন।
কী বলছেন সোনা মহাপাত্র?
ওড়িশার নামী গায়িকা সোনা মহাপাত্র, যাঁকে প্রায় সমাজ, মহিলা, লিঙ্গবৈষম্য, রাজনীতির পাশাপাশি বিনোদন জগত সহ নানান বিষয়ে মতামত তুলে ধরতে দেখা যায়। বুধবার টুইটারে সেই সোনা মহাপাত্র লেখেন, ‘রাজনীতিবিদরা নিজেদের বক্তৃতায় মহিলাদের অবমাননা করেন, এতে কি তাঁরা নিজেদের পৌরুষ প্রমাণ করতে চাইছেন? প্রিয় রাহুল গান্ধী, নিশ্চয়ই কেউ অতীতে একইভাবে আপনার নিজের মা (সোনিয়া গান্ধী), বোনকে (প্রিয়াঙ্কꩲা গ♔ান্ধী) অবজ্ঞা করেছেন। তাছাড়া তাছাড়া ঐশ্বরিয়া রাই কিন্তু খুব সুন্দর নাচেন।’
আরও একটা টুইটে সোনা আরও একজন X ব্যবহারকারীকে একহাত নিয়েছেন। ওই নেটিজেন লিখেছেন, ‘গণিকার মতো নাচ সুন্দর? ঈশ্বরকে ধনℱ্যবাদ যে উনি (ঐশ্বর্য🗹 রাই) কখনও ওড়িশি নাচ করার চেষ্টা করেননি। ওঁর উমরাও জান হয়ে তথাকথিত নৃত্য নিয়ে অনেকে অনেক কথা বলেন। এমনকি বিদ্যা বালানও ওড়িশিকে নাচ হিসাবে চিত্রিত করার সাহস করেননি। যদিও তিনি শুধু একজন ওড়িশি নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন।’
এই মন্তব্যের প্রেক্ষিতে সোনা মহাপাত্র বেজায় চটে গিয়ে লেখেন, ‘ওরে মূর্খ অশিক্ষিত, গণিকার মতো নাচ সত্যিই প্রশংসনীয় ... আম্রপালি, বারানি, পুরসতী থেকে শুরু করে উমরাও জান পর্যন্ত ভারতীয় ইতিহাসের গণিকারা তাঁদের শিল্প, শৈল্পিকতা এবং ভাষা ও কবিতা, পারফর্মিং আর্টের উপর আধিপত্যের 🥂জন্য শ্রদ্ধার পাত্র ছিলেন।’
ঠিক কী বলেছিলেন রাহুল গান্ধী?
সম্প্রতি যোগীরাজ্য প্রয়াগরাজে পৌঁছেছিল কংগ্রেস নেতা রﷺাহুল গান্ধীর ন্যায় যাত্রা। সেখানে তপশিলী ও উপজাতি সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকার একহাত নেত সোনা মহাপাত্র। রাহুল গান্ধী বলেন, ‘আপনারা কি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখেছেন? সেখানে আপনি কি কোনও তপশিলী, উপজাতি কিংবা ওবিসি মানুষজনের মুখ দেখেছেন? সেখানে অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া বচ্চন (ঐশ্বরিয়া রাই) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। তবে সত্যিই দেশ চালান আদপে তাঁদের কাউকে সেই অনুষ্ঠানে দেখা যায়নি।’ এমনকি রাহুল গান্ধী আরও একটা সমাবেশে বলে বসেন, ঐশ্বরিয়া 'নাচবেন' এবং অমিতাভ অনুষ্ঠানে 'বাল্লে বালে' করবেন। রাহুলী গান্ধীর এই মন্তব্যই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ ভাল চোখে নেননি। ঐশ্বর্য, অমিতাভকে টেনে আনা অনেকেরই পছন্দ হয়নি।