এদিন দাদাগিরি ১০ -এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খেলতে আসছ🍬েন সমাজসেবী পথিকৃৎ সাহা। তিনি তাঁর চাকরি ছেড়ে বর্তমানে কাজ করছেন শিশুদের নিয়ে। ꦑতাঁর সেই সফরের কথা শুনে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
দাদাগিরি ১০ -এ পথিকৃৎ সাহা
দাদাগিরি ১০ -এ এই শনিবার খেলতে আসবেন সমাজসেবী পথিকৃৎ সাহা। তিনি মূলত পথশিশুদের নিয়েই কাজ করে থাকেন। আর সেই কাজের 💯জন্যই তিনি দাদাগিরি দেখিয়ে ছেড়ে দেন নিজের চাকরিও।
আরও পড়ুন: 'এটা তোমাকেই শোভা পায়...' দিদি নম্বর ওয়ানে এসে ধামসা বাজালেন মমতা, নাচলেন�▨� রচনা-ডোনার হাত ধরে
এদিন জি বাংলার তরফে প্রক🌌াশ্যে আনা প্রোমো ভিডিয়োতে দেখা যাচ্ছে সৌরভ বলছেন, 'পথিকৃৎ পথশিশুদের নি🔯য়ে কাজ করে। আর সেই কাজের জন্য সে সরকারি চাকরি ছেড়েছে।'
এরপরই পথিকৃৎকে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে শোনা যায়। তিনি বলেন, 'একদিন একটা বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরেন। আমায় জানায় ও যদি ভিক্ষে না করে নিয়ে য✤ায় তাহলে ওর মা ওকে ঘরে থাকতে দেবে না। এটা তো জীবন নয় দাদা। তখন সিদ্ধান্ত নিই যে ওদের এখান থেকেই আমি পড়ানো শুরু করব।' দমদম ক্যান্টনমেন্টে চলে তাঁর পাঠশালা। তিনি শিশুদের কাছে মূলত রোল কাকু নামেই পরিচিত। কেবল পড়ানো নয়, তিনি শিশুদের খাবারের দিকেও বিশেষ নজর রাখেন। এটা শুনে মুগ্ধ সৌরভ বলেন, 'দুর্দান্ত কাজ।'
আরও পড়ুন: জল্পনায় ইতি, ট্রিলজি নয় একক ছবি হিসেবেই আসছে রণবী♌রের শক্তিমান!
কে কী বলছেন?
এই প্র💞োমো ভিডিয়ো প্রকাশ্যে আসার পর অনেকেই তাঁর প্রসংশা করেছেন। লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'এই মানুষগুলোই অনুপ্রেরণা জোগায়।' পথিকৃতের এক পরিচিত ব্যক্তি লেখে𓄧ন, 'তোকে চিনি বলে গর্ব হয় ভাই। এগিয়ে চল। ভালো কাজ কর আরও।'
দাদাগিরি ১০ প্রসঙ্গে
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাং🥃লায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়𝐆।