চলতি বছরই গাঁটছড়া বেঁধেছেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। কিন্তু তাঁদের বিয়ের পর পরই শহরে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যাতে মন ভালো নেই তাঁদের কারও। আরজি কর ঘটনার প্রতিবাদে জানিয়েছিলেন উৎসবে ফিরবেন না। ফেরেননি। কিন্তু দশমীতে স𒀰িঁদুর খেললেন। যোগ দিলেন ঘরোয়া আড্ডায়।
বিয়ের পর প্রথম দশমীতে কী করলেন সোহিনী-শোভন?
আরজি কর কাণ্ডের পর সক্রিয় ভাবে প্রতিবাদ, আন্দোলনে সা🔜মিল হয়েছিলেন সোহিনী সরকার। স্ত্রীর পাশে ছিলেন শোভন গঙ্গোপাধ্যায়ও। অভিনেত্রীকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়। এরপর মুখ্যমন্ত্রী মমতা ꦜবন্দ্যোপাধ্যায় যখন উৎসবে ফেরার কথা বলেন তিনি জানিয়ে দেন তিনি উৎসবে ফিরছেন না। সেভাবে আর আন্দোলনে না দেখা গেলেও নিজের কথা রেখেছেন নায়িকা। এই বছর পুজোর মুখে তিনি তাঁর জন্মদিনও জাঁকজমক ভাবে পালন করেননি বিয়ের পর প্রথম জন্মদিন হওয়া সত্ত্বেও। এমনকি পুজোতেও তাঁদের সেই ভাবে কোথাও দেখা যায়নি। কিন্তু বিজয়া দশমীর দিন বেরোলেন।
আরও পড়ুন: বিজয়ার শু🌊ভেচ্ছা জানাতে গিয়ে হঠাৎ কী হল কোয়েলের! কেন বললেন, 'মানসিক সুস্থতা কামনা🌺 করি...'?
বিয়ের পর এটাই সোহিনী সরকারের প্রথম দশমী। আর প্রথম সব কিছুই বিশেষ হয়, সেটা বলার অপেক্ষা রাখে না। আর এদিন তিনি সিঁদুর খেললেন। লাল শাড়ি, ম্যাচিং ব্লাউজ পরে তিনি সিঁদুর খেলেন। এরপর যোগ দেন একটি ঘ💎রোয়া আড্ডায়। সেখানে গিটার বাজিয়ে শোভন গান ও পাগল হাওয়া। তাঁর পাশে বসে তাল দিতে দেখা যায় তাঁর বেটার হাফকে। আর 🅰এই গোটা মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনিই ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন সেই ভিডিয়ো।
প্রসঙ্গত সোহিনী সরকার উৎসবে না যোগ দিলেও তিনি তাঁর কাজের জন্যই বেশ কিছু পুজোর বিজ্ঞা🐓পনে অভিনয় করেছেন। আর সেই কারণে তাঁকে বিস্তর ক🎃টাক্ষের মুখে পড়তে হয়েছে।