এই মুহূর্তে টলিপাড়ার হট টপিক শোভন-সোহিনীর বিয়ের চর্চা। জল্পনা জুলাইতেই নাকি চারহাত এক হবে দুজনের। নায়িকা বিয়ের প্রস꧟্তুতি সারছেন জোরকদমে। একইসঙ্গে নিজের আসন্ন ছবি অথৈ-এর প্রচারেও ব্যস্ত নায়িকা। শেক্সপিয়ারের ওথেলোর প্রেক্ষাপটে সাজানো এই ছবিতে ডেসডিমোনার চরিত্রে দেখা মিলবে তাঁর।
অর্ণ মুখোপাধ্যায়ের হিট নাটক অথৈ-কে বড়পর্দায় তুলে ধরছেন পরিচালক নিজে। সঙ্গী অনির্বাণ-সোহিনী। তিনজনের শিকড়ই থিয়েটারের সঙ্গে জড়িয়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে থিয়েটার জগতে নারীদের নিরাপত্তা নিয়ে উঠেছ♑ে প্রশ্ন। সেই নিয়ে কথা বলতে গিয়েই নিজের জীবনের এক চাঞ্চল্যকর ঘটনার কথা সামনে আনলেন নায়িকা।
কেরিয়ারের গোড়ার দিকে এক পরিচালক-প্রযোজকের লালসার শিকার হতে হতে বেঁচে গিয়েছেন তিনি, সে কথা বছর ꦕখানেক আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। তবে খারাপ অভিজ্ঞতাগুলোকে জীবনের একমাত্র সত্য হিসাবে ধরে নিতে নারাজ সোহিনী। আর হেনস্থা শুধু বিনোদন জগতে বা কর্মক্ষেত্রেই রয়েছে এমনটা নয়। এই প্রসঙ্গে আনন্দবাজারকে অভিনেত্রী বলেন, নিজের বাড়িতেই হেনস্থার মুখে পড়েছেন তিনি এবং কিছুই করতে পারেননি! নায়িকা জানান, তাঁর পাশের ফ্ল্যাটে এক ইলেকট্রিশিয়ান এসেছিল। তিনি ঝুঁকে দাঁড়িয়ে কিছু একটা বলছিলেন হঠাৎ কেউ একজন তাঁর পিছনে চিমটি কেটে চলে যায়! সোহিনী বলেন, ‘ভাবুন এক বার, আমার বাড়িꦏতে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটল আমার জীবনে!’ সেই ব্যক্তিকে কষিয়ে চড় মেরে নিজের জ্বালা মেটানো তো দূর, তার পরিচয় পর্যন্ত জানতে পারেননি সোহিনী। ঘটনার আকস্মিকতা বুঝে উঠবার আগেই সে গায়েব।
এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল সোহিনীকে। এমন বিকৃত মানুষদের ঠাঁই সমাজে হওয়া উচিত নয়, মত নায়িকার। প্রসঙ্গত, এর আগে সোহিনী কাস্টিং কাউচের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, খুব অল্প বয়সে সিরিয়ালে কাজ শুরু করেন ত꧟িনি। সেই সময় এক ব্যক্তি তাঁকে খারাপভাবে স্পর্শ করবার চেষ্টা করতেন। যদিও সোহিনী তাঁকে ধারে কাছে ঘেঁষতে দেননি। সোহিনী বলেন,'তখন আমি ক্লাস এলেভেন বা টুয়েলভে পড়ি। মন দিয়ে কাজ করতাম, কিন্তু সে আমাকে প্রচণ্ড বকছে। আমি বুঝতে পারতাম না কেন! পরমূূহূর্তেই মেক-আপ রুমে গিয়ে সে আমার সঙ্গে আন্তরিক হওয়ার চেষ্টা করত। তবে আমি তার জালে কোনওদিন ধরা দিইনি'।
🌳সোহিনী বলেন ২০০৫-০৬ সালের ঘটনা এটি। সেই সময় ফেসবুক ছিল না- তাই বিষয়টা জানাজানি হয়নি। ‘অদ্বিতীয়া’ সিরিয়ালের সঙ্গে পরিচিতি লাভ করেছিলেন সোহিনী। এরপরই সুযোগ আসে ‘রূপকথা নয়’ ছবিতে অভিনয়ের। সে প্রায় এক দশক আগের কথা। দ্বিতীয় ছবি ‘ফড়িং’-এ ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন সোহিনী। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে টলিগঞ্জের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেন। এখন রুপোলি পর্দা হোক বা ওটিটি প্ল্যাটফর্ম দাপটের সঙ্গে🍰 কাজ করছেন সোহিনী।