কদি💮ন আগেই চণ্ডিগড় বিমানবন্দরে এক সিআইএসএফের মহিলা অফিসার চড় মারেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। যা নিয়ে বেশ চাঞ্চল্য পড়ে যায় গোটা দেশে। কৃষক আন্দোলনকে নিয়ে কঙ্গনার নেতিবাচক মন্তব্যকে ঘিরে ওই চড় বলে জানান সেই মহিলা। ইতিমধ্যౠেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অনেকেরই সন্দেহ, দেশের হবু সাংসদের গায়ে হাত তোলার জন্য যেতে পারে পারে চাকরিও। তবে ইতিমধ্যেই চাকরির প্রস্তাব দিয়েছেন সেই মহিলাকে সুরকার বিশাল দাদলানি। আর তাতে বিশাল দাদলানিকে আক্রমণ করেছেন গায়ক সোনা মহাপাত্র।
কঙ্গনা প্রশ্ন তুলেছিলেন, কেন🥃 এখনও চড় কাণ্ডে মুখ খোলেনি বলিউডের কোনও তারকা। তিনি লিখেꦓছিলেন, ‘সবার চোখ রাফাহ গ্যাংয়ের দিকে, এটি আপনার বা আপনার সন্তানদের সঙ্গেও ঘটতে পারে। আপনি যখন কারও উপর সন্ত্রাসী হামলা উদযাপন করেন, সেই দিনের জন্য প্রস্তুত থাকুন, যখন এটি আপনার কাছেও ফিরে আসবে।’
আরও পড়ুন: ইউভানের ঠোঁটে ঠোঁট লꦇাগিয়ে চুমু, চূড়ান্ত রোম্যান্সে রাজে মজে শুভশ🎃্রী
আর এরপরই ভাইরাল হয় বিশাল দাদলানির পোস্ট। তিনি লেখেন, ‘আমি কখনোই হিংসা সমর্থন করি না। তবে আমি এই @official_cisf কর্মীর ক্রোধের কারণ পুরোপুরি বুঝতে পারি। সিআইএসএফ যদি তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়, তবে আমি নিশ্চিত করব যে, 🍬আমি তাঁকে নিতে প্রস্তুত। তিনি যদি গ্রহণ করতে চান, তবে তার জন্য একটি চাকরি অপেক্ষা করছে। জয় হিন্দ। জয় জওয়ান। জয় কিষাণ।’
কৌরের সাসপেনশন🍃ের খবর প্রকাশ্যে আসার পর বিশাল ফের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আবার বলছি, যদি মিস কৌরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তবে কেউ তাকে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন। আমি নিশ্চিত করব যে, তিনি এসে লাভজনক হবেন।’
আরও পড়ুন: বেরিয়ে এসেছে থলথলে পেট, মোট💫া মুখ! এ কেমন চেহারা কার্তিক আরিয়ানের
তবে বিশাল দাদলানি-র চাকরির অফার দেওয়ার খবর সামনে আসার পর, প্রতিবাদে সরব হলেন সোনা মহাপাত্র। গায়িকা এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘'মেরুদন্ড'-হীন এই লোকটা বিচারকের আসনে অনু মালিকের মতো একাধিক অভিযুক্ত সিরি𓂃য়াল মলেস্টারের পাশে বসে থাকে, আর আমার মতো সহকর্মীরা তাঁকে রুখে দাঁড়াতে, গলা উঁচু করতে বলে, বিষাক্ত সংস্কৃতিকে পিছনে ঠেলে সাহায্য করতে ডাকে, তখন জবাব আসে, ‘পয়সা কামিয়ে আমি এই দেশ ছাড়তে চাই’। আমি আপনাদের বলে রাখছি, সে এরকমই এক রত্ন।’