আগামী ২৩ জুন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে হওয়ার কথা। সোনাক্ষী ও জহির, যারা সাত বছর ধরে ডেটিং করছেন, তাঁরা একসঙ্গে ডাবল💝 এক্সএল-এ অভিনয় করেছিলেন।
হবু শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সোনাক্ষী সিনহা
হাতে আর বেশিদিন সময় নেই। আগামী ২৩ জুন জাহির ইকবালের সঙ্গে বিয়েটা সেরে ফেলছেন সোনাক্👍ষী সিনহা। মে🍨য়ের বিয়ে নিয়ে সোনাক্ষীর পরিবারে সেইভাবে কোনও উচ্ছ্বাস চোখে না পরলেও জাহিরের পরিবার কিন্তু বেশ খুশি। বিয়ের আগে হবু শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সময় কাটাতে বের হয়েছিলেন সোনাক্ষী।
সম্প্রতি, জাহিরের বোন এবং সেলিব্রিটি স্টাইলিস্ট সনম রতনসি ইনস্টাগ্রামে ফ্যাম জ্যামের ছবি শেয়ার করেছেন। সামনে এসেছে জাহির ইকবালের পরিবারের সঙ্গে সোনাক্ষীর সেই ছবি। যেখানে হবু শ্বশুর ইকবাল রত্নাসি, শাশুড়িমা (নাম জানা যায়নি) ও ননদ সনাম রতনসির সঙ্গে দেখা গিয়েছে। ছবিতে সোꦿনাক্ষীকে হবু শ্বশুরমশাইয়ের পাশে দেখা গিয়েছে। আর জাহিরকে মা-বাবার মাঝে দেখা গিয়েছে। ডানদিকে আরও এক যুবকের সঙ্গে দেখা গিয়𓃲েছে জাহিরের বোনকে। সকলকেই ক্যামেরার দিকে খুশি হয়ে পোজ দিয়েছেন। জাহিরকে সাদা টি-শার্ট আর চেক প্য়ান্টে আর সোনাক্ষীকে গোলাপি পোশাকে দেখা গিয়েছে।
হবু শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সোনাক্ষী সিনহা
জানা যাচ্ছে, জাহিরে বাব♍া ইকবাল রত্নাসি জুয়েলারি ব্যবসায়ী। জাহির ও তাঁর পরিবার সলমন খানের পরিবারের ঘনিষ্ঠ।সোনাক্ষী ও জাহির গত ৭ বছর ধরে প্রেম করছেন।
এদিকে 💦সোনাক্ষীকে জাহিরের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেলেও জাহিরকে কিন্তু সেভাবে কখনও সোনাক্ষীর পরিবারের সঙ্গে দেখা যায়নি। সম্প্রতি সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহার কিছু মন্তব্যে প্রশ্ন উঠেছে, আদৌ মেয়ের 💛এই বিয়েতে তার সম্মতি আছে কিনা। ঠিক কী বলেছেন শত্রুঘ্ন সিনহা?
ঠিক কী বলেছেন শত্রুঘ্ন সিনহা?
সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা বলেন, ‘ওর সুখই আমাদের সুখ, ও আমাদের চোখের মণি। আমাদের আশীরﷺ্বাদ সবসময় ওর সঙ্গে আছে।’ অভিনেতা আরও বলেন, ‘লোকে আমায় জিগ্গেস করছেন, আমি কেন বিয়ের বিষয়ে জানি না। আমি একটা কথাই বলতে পারি, আজকালকার বাচ্চারা বাবা-মায়ের অনুমতি নিয়ে কিছু করেনা। শুধু জানায় সে কী করছে। আমি এখন 💟দিল্লিতে রয়েছি। ভোটের ফলাফলের পর আমি এখানে এসেছি। তাই সোনাক্ষী কী করবে, তা নিয়ে আলোচনা হয়নি। ও এখনও আমাকে কিচ্ছু জানায়নি। যখন জানাবে আমি ও আমার স্ত্রী ওকে নিশ্চয় আশীর্বাদ করব। ও ভালো থাকুন, বাবা হিসাবে এটাই চাই।’