ব্রিটেনের রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ব্রিটেনের রাজপাঠ এখন চার্লসের হাতে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত বছরই সিংহাসনে বসেছেন তিনি। ৬ মে শনিবার হয়েছে তার আনুষ্ঠানিক অভিষেক। ৭ মে রবিবার ছিল কমনওয়েলস ভার্চুয়াল🌌 কয়্যারের করোনেশন কনসার্ট। সেখানেই আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী।
অনামিকা খান্না ও এমিলিয়া উইকস্টেড যৌথ ডিজাইনে তৈরি ক্লাসি বার্ডট গাউনে এ দিন দেখা মেলে সোনমের। মোহময়ী পোশাকে অভিনেত্রীকে দেখে চোখ ধাঁধিয়েছে ভক্তদের। যদিও একাংশ নেটিজেন সোনমের পোশাককে ‘বিছানার চাদরের’ সঙ্গে তুলনা করেছেন। কারও কারও মন্তব্য, ‘দেখতে বিছানার চাদরের মতো’। যদিও আমির আলি শাহ নামে একজন ফ্যাশন ব্লগার ইনস্টাগ্রামে এই ফ্যাব্রিকের 'অনন্য ইতিহাস' সম্পর্কে বিশেষ তথ্য ভাগ করে নিয়েছেন। আরও পড়ুন: প্রিয়াঙ্কার ‘পারফেক্ট 💟মর্নিং’ কোন𒉰টি? ঘুম ভাঙার সময়ে কার মুখ দেখতে চান তিনি
সোনমের আউটফিট সম্পর্কে ইনস্টাগ্রামে দীর্ঘ নোটে ফ্যাশন ব্লগার লিখেছেন, 'জ্ঞান ছাড়াই' আজকাল কীভাবে প্রচুর ভারতীয় এবং পাকিস্তানি ব্র্যান্ড কীভাবে শিন্টজ প্রিন্ট ব্যবহার করে তা নিয়ে কথা বলেছেন। রাজ্যাভিষেকে সোনমের ‘অসাধারণ’ পোশাক সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি শিন্টজ প্রিন্ট সহ একটি ভিনটেজ পো🎐শাকের সঙ্গে সোনমের পোশাকের একটি ছবি শেয়ার করেছে।