২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠায় রামমন্দিরে। এ দিন সরযূ নদীর তীরে পৌঁছে গিয়েছিলেন বিভিন্ন জগতের তারকা থেকে রাজনীতিবিদরা। গায়ক 🔯সোনু নিগম ছিলেন প্রথম গায়ক যিনি অযোধ্যার শ্রী রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন।
এ দিন সাদা পোশাকে মঞ্চে সঙ্গীত পরিবেশন করছেন সোনু। কপালে কমলা রঙের টিকা। গায়কের কণ্ঠে ‘রাম সিয়া রাম, সিয়া রাম জয় জয় রাম’ গানটি শুনে চোখে জল এসেছিল অনেকেরই। এ বিষয় হিন্দুস্তান টাইমসকে সোনু জানিয়েছেন, ‘১২০টা দেশ দেখেছে এমন একটা ইভেন্টে গান গেয়েছি, তাও কোনও রিহার্সাল ছাড়াই। শ্রীরামের উপর ছেড়ে দিলাম, সত্যি রাম ভরসা’। আরও পড়ুন: 'ফাই🌼টার'-এর স্ক্রিনিংয়ে যোগ দেন শাহরুখ, হাজ🍷ির সুজান-সাবাও! কী হল তার পরে
পদ্মশ্রী প্রাপ্ত গায়ক যিনি রাম সিয়া রাম এবং রাম ধুনি গেয়েছিলেন, তিনি আরও জানিয়েছেন তাঁর প্রয়াত মায়ের ভক্তিমূলক স🥂ঙ্গীতের প্রতি ভালোবাসা ছিল। গায়কের কথায়, ‘আমি খুব ছোটবেলা থেকেই ভক্তিমূলক গান গেয়ে আসছি কারণ আমার মা আমার কণ্ঠে গান শুনতে পছন্দ করতেন। তিনি এখন নেই, তবে আমার গান গাওয়ার সময় আমার চারপাশে তাঁর উপস্থিতি, ভালোবাসা এবং যত্ন অনুভব করতে পারি’।
অযোধ্যায় কেমন কেটেছে তাঁর দিনটা, এ বিষয় গায়ক বলেছেন, ‘আমি অনেক প্রার্🌜থনা করেছি। আগের রাতে ভালো করে ঘুমাতে পারিনি। কিন্তু এটাꦫ সত্যিই বিশেষ ছিল’।
অযোধ্যা থেকে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোনু। সেখানে ক🐼ৈলাশ খের এবং অন্যান্য গায়দের সঙ্গে তাঁকে নাচতে, ভজন করতে, প্রার্থনা করতে দেখা গিয়েছে। সোনুর হাতের ফোনে ক্যামেরা ঘোরালে দেখা গেল, গোটা প্রাঙ্গন ভরে উঠেছে। বিশেষ এই দিনে ভক্তিভরে রাম জন্মভূমিতে হাজির সকলে। নিসন্দেহে এ এক বিশেষ দিন গ🐻োটা ভারতবাসীর কাছে।
এই বিশেষ দিনে রামলালার প্রাণপ্রতিষ্ঠায় প্রধান যজমান ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিভি এবং মোবাইলের পর্দায় সেই অনুষ্ঠানের সাক্ষী থেকেছে গোটা দেশ।বেলা ১২ টা ৫ মিনিটে রামমন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। মোদীর হাতে ছিল সাজানো ডালা। গত ১১ 🅺দিন ধরে পবিত্র সাত্ত্বিক ভোজন করেন প্রধানমন্ত্রী।
রাজ🦩বেশে শ্রীরামচন্দ্রের বাল্যকালের আদলে তৈরি মূর্তির ছবিও এসেছে প্রকাশ্যে। মুখে স্মিত হাসি। কপালে তিলক, হাতে তির-ধনুক। কালো পাথরের তৈরি এই মূর্তিটি তৈরি করেছেন মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজ।
🍃এ দিন বলিউড থেকে গিয়েছেন অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানাদের মতো তারকারা। দু দিন আগেই অযোধ্যায় পৌঁছে গিয়েছিলেন বলিউডের চর্চিত ও বিজেপি-সমর্থিত নায়🥂িকা কঙ্গনা রানাওয়াত। সোমবার দেশজুড়েই ছিল শুধু প্রভু রামের নাম গান।