এবার ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালেন সোনু সুদ।সরব হলেন ' অফলাইন পরীক্ষা '-র বিরুদ্ধে।জানালেন, বর্তমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে যাবতীয় অফলাইন পরীক্ষা বাতিল করে অন্য কোনও বিকল্পব্যবস্থার কথা ভাবা হোক ছাত্রছাত্রীদের স্বার্থে। সম্প্রতি,সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন এই জনপ্রিয় বলি-অভিনেতা। সেখানে সোনুকে বলতে শোনা যাচ্ছে,' আমাদের দেশের ছাত্রছাত্রীরা এইমুহূর্তে বোর্ডের পরিক্ষার জন্য প্রস্তুতি চালালেও আমার দৃঢ় বিশ্বাস মানসিকভাবে এই পরীক্ষার জন্য একেবারেই তৈরি নয় তাঁর𝕴া।' এখানেই না থেমে সোনু যোগকরেন,' সৌদি আরবে যখন মাত্র ৬০০ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছিল তখন সেদেশে বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত পরীক্ষা। মেক্সিকোতে করোনা রুগীর সংখ্যা ১৩০০ ছোঁয়ামাত্রই বাতিল করা হয়েছিল সেদেশেরও সমস্ত পরীক্ষা।কুয়েতের ক্ষেত্রে ছবিটা গড়ায় ১৫০০সংখ্যা পর্যন্ত। সেখানে ভারতে এইমুহূর্তে করোনা আক্রান্ত𓄧দের সংখ্যাটা ১.৪৫ লক্ষ! তা সত্ত্বেও আমরা পরীক্ষার কথা ভাবছি যা একেবারেই অনুচিত!'
এরপরেই সোনুর নিদান, বর্তমানে করোনা পরিস্থিতির নিরিখে এইমুহূর্তে বোর্ডের যাবতীয় অফলাইন পরীক্ষাসমূ হবাতিল করে অভ্যন্তরীন মূল্যায়ন ব্যবস্থা পদ্ধতির মতো কোনও বিকল্প ব্যবস্থার কথা ভাবা উচিত। আর গোটা বিষয়টি করা উচিত একমাত্র ছাতছাত্রীদের কথা ভেবেই।এখানেই না থেমে দ🉐ৃঢ় ভাবেসোনু বলেন, ' আমি সেই প্রতিটি ছাত্রছাত্রীদের হয়ে কথা বলতে চাই যাঁরা এইমুহূর্তে অফলাইন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নয়। নিজের বক্তব্যের শেষে সোনুর সংযোজন,' ভীষণভাবে চাই প্রতিটি মানুষ সেইসব ছাত্রছাত্রীদের সমর্থন করুক,তাঁদের পাশে দাঁড়াক যাঁদের এই আতঙ্কে🥂র পরিস্থিতির মধ্যেও অফলাইন পরীক্ষায় বসতে বাধ্য করা হচ্ছে।' স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছে সোনু সুদের এই বক্তব্য। পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনদের পাশাপাশি ছাত্রছাত্রীদের একটি বড় অংশও সোনুকে কৃতজ্ঞতায় ও শুভেচ্ছাবার্তায় ভরিয়েদিয়েছে। অভিনেতার উদ্দেশে কেউ কেউ কমেন্টে লিখেছেন, ' একটাই তো হৃদয় আর কতবার জিতবেন ?'