সুজিত সরকারের পরবর্তী ছবিতে দেখা যাবে অভিষে𒀰ক বচ্চনকে। 🀅শেষবার ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধম’ ছবির পরিচালনা করেছেন সুজিত।
দর্শকদের কাছে ভালোই প্রশংসা কুড়িয়েছিল ‘সর্দার উধম’। এবার নতুন ছবির কাজ হাতে নেওয়ার জন্য প্রস্তুত পরিচালক। এই ছবির মাধ্যমেই প্🉐রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন অভিষেক-সুজিত। ইতিমধ্যেই ছবিটি নিয়ে দুজনের খুঁটিনাটি আলোচনা শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সব ঠিক থাকলে, আগামী বছরই মুক্তি পꩵাবে এটি।
তবে অভিষেকের সঙ্গে না হলেও, অমিতাভ বচ্চনের সঙ্গে বেশ কয়েকটি কাজ করেছেন সুজিত। যার মধ্যে এখনও মুক্তি পায়নি। সেই ছবিতেও মুখ্য ভুমিকায় রয়েছেন অমিতাভ। কোনও বিশেষ কারণের জন্য এখনও মুক্তি পায়নি এই ছবি। তবে এই প্রথমবার বচ্চন পুত☂্রের সঙ্গে কাজ করতে চলেছেন এই পরিচালক। আসন্ন এই ছবি দর্শকদের ভালো মতোই মন জয় করবে বলেই মনে করছেন চলচিত্র সমালোচকরা।
আরও পড়ুন: এক ফ্রেমে পিতা-পুত্র! ‘লাহোর ১৯৪৭’ এ💧র হাত ধরে বলিউড𝓡ে পা রাখছেন সানি পুত্র করণ
২০১৫ সালের সুজিতের কমেডি ছবি 'পিকু'তে মুখ্য ভুমিকায় অভিনয় করেন বিগ বি। এই ছবিতে অমিতাভের সঙ্গে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন এব𝔉ং ইরফান খানকে। ꦿদেখানো হয়েছিল, অমিতাভের চরিত্রটি ছিল দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের সঙ্গে লড়াই করা ৭০ বছর বয়সী এক বৃদ্ধের। আর তাঁর মেয়ে দীপিকা। ২০১৬ সালে অনিরুদ্ধ রায় চৌধুরীর কোর্টরুম ড্রামা পিঙ্ক-এর প্রযোজক ও সৃজনশীল পরিচালকও ছিলেন সুজিত। এই ছবিতেও আইনজীবীর চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন। যে একটি মেয়েকে ন্যায় পেতে সাহায্য করবে তাঁর উপর হওয়া শারীরিক নির্যাতন ও মিথ্যে খুনের মামলার বিরুদ্ধে। এই ছবিতে আরও ছিলেন তাপসী পান্নু, কৃতি কুলহারি এবং আন্দ্রেয়া তারিয়াংয়া।
২০২০ সালে অমিতাভ ও আয়ুষ্মান অভিনিত কমেডি ‘গুলাবো সিতাবো’ও পরিচালনা কর🌃েছিলেন সুজিত সরকার, যা করোনার সময় প্রাইম ভিডিয়ো ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছিল।
গত বছর আর বালকির 'ঘুমার' ছবিতে মদ্যপ ক্রিকেট কোচের ভূমিকায় দেখা গিয়েছিল অভিষেক ജবচ্চনকে। এই ছবিতে সায়ামি খের, অঙ্গদ বেদী এবং শাবানা আজমির সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। এরপর রেমো ডি'সুজা পরিচালিত একটি আসন্ন ড্যান্স ড্রাღমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে, এই প্রজেক্টে দেখা যাবে ইনায়েত ভার্মাকেও। এর আগে ‘লুডো’ ছবিতে একসঙ্গে দেখা যায় অভিষেক ও ইয়ানেতকে।
আরও পড়ুন: পার্টি কিংবা বিয়েবাড়ি, শুধু উপস্থিতিই যথেষ্ঠ! তাতেই নাকি লক𝓡্ষ টাকা পেয়ে যান ওরি! আয় কত হয়?
সুজিত-অমি💙তাভ জুটি অত্যন্ত জনপ্রিয় হওয়ায় এই পরিচালকের সঙ্গে জুটি বাঁধা অভিষেকের পক্ষে বেশ চ্যালেঞ্জের হবে বলেই মনে করছেন সমালোচকরা। গত বছর, অভিনেতা পিটিআইকে জানান, ‘আমি এমন একটি পরিবারে বড় হয়েছি যেখানে বাবা পরপর সতেরোটি সুবর্ণ জয়ন্তী পেয়েছেন, যার মধ্যে এক মাসে একসঙ্গে এসেছিল চারটি সুবর্ণ জয়ন্তী পেয়েছেন এবং তিনটি মুক্তি পেতে চলেছে।’
আমার প্রথম ছবি ‘ধুম’ হিট ঘোষণার পর, আদি (আদিত্য) চোপড়ার একটি বড় সাফল্যের পার্টি ছিল। আমার মনে আছে আমি বাড়িতে ফিরলাম এবং আমার বাবা দরজা খুললেন। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম- এটাই সুপারস্টꦇার অমিতা🐎ভ বচ্চন।'