আরজি কর কাণ্ড নিয়ে এখনও উত্তপ্ত বাংলা। ক্ষেপে আছে বাঙালিরা। 🌊জুনিয়র ডাক্তারদের সঙ্গে বারংবার পথে নামছে, অনশন মঞ্চে যোগ দিচ্ছেন সাধারণ নাগরিকরা। এমন সময় সুদূর ওয়াশিংটন ডিসির একটি পুজোয় জাস্টিস ফর আরজি কর টিশার্ট পরায় আক্রমণ সাউন্ড🧸 আর্টিস্টকে। বিশেষ করে বাবুল সুপ্রিয়র শোয়ের সময় সেই টিশার্ট পরায় তাঁকে ব্যক্তি আক্রমণ করা হয় বলেই জানিয়েছেন ঈশান ব্যান্ডের সায়ন মিত্র।
আরও পড়ুন: উৎসবে নেই, বিয়ের পর প্রথম দশমীতে সিঁদুর খেললেন সোহিনী! শোভনের সঙ্💧গে ঘরোয়া আড্ডায় গাইলেন গানও
কী ঘটেছে?
এদিন ঈশান ব্যান্ডের সায়ন মিত্র একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি পিছু ফিরে দাঁড়িয়ে। তাঁর পরনে কালো রংয়ের টিশার্ট, সেখানে লেখা, জাস্টিস ফর আরজি কর। এই ছবিটি পোস্ট করে সায়ন লেখেন, '১৪০০০ কিমি দূর থেকেও থ্রেট কালচারের খবর আসছে। আমাদের ব্যান্ডের অভিষেক পাপন দত্তের সঙ্গে ঘটনাটা ঘটেছে শুনলাম। বিস্তারিত আপনাদের সঙ্গেও শেয়ার করছি। গতকাল ওয়াশিংটন ডিসির একটি পুজো কমিটিতে বাবুল সুপ্রিয়র অনুষ্ঠান ছিল। পাপন সেখানে নিজের প্রোফেশনাল কাজ করছিল। পাশাপাশি সেখানে জাস্টিস ফর আরজি করের সমর্থনে একটি বুথ ছিল। সেখান থেকেই ও একটি জাস্টিস ফর আরজি কর টিশার্ট কিনে পরেছিল। অনেকেই পরেছিল। ও এখানকার কাজটা কিছুট♌া প্রোফেশনাল, কিছুটা ভলেন্টিয়ার হিসেবে করছিল। সাউন্ড চেক হওয়ার পর বাবুল সুপ্রিয় ঢোকার আগে পুজো কমিটির প্রেসিডেন্ট এসে পাপনকে বলেন টিশার্টটি পাল্টাতে অথবা ঢাকতে অনুরোধ করেন। পাপন না বললে বচসা বাড়ে। শুরু হয় ব্যক্তি আক্রমণ।'
তিনি তাঁর এই পোস্টে এদিন আরও লেখেন, ' অন্য একজনের ঘাড়ে দায়িত্ব দিয়ে পাপন স্টেজ থেকে কিছুটা সরে আসলেও টিশার্ট খোলে না। গতকাল থেকে আজ পর্যন্ত অনেকেই ওই কমিটির এই কাজের তীব্র নিন্দা করেছেন। এত কিছুর পরও পাপন প্রোফেশনা☂ল কমিটমেন্ট রাখতে আজ সাহানা সামন্তকের শোয়ের সাউন্ড করতেও গেছে।'
প্রসঙ্গত এদিন সামন্তক কিন্তু অভিষেক পাপন দ𝄹ত্তের সঙ্গে ছবি 🍎তোলেন। সেখানে সাউন্ড আর্টিস্টকে সেই একই টিশার্ট পরে থাকতে দেখা যাচ্ছে।