কেরিয়ারের শুরু থেকে একের পর এক হিট উপহার দিয়েছেন দেব তাঁর দর্শকদের। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেচ✨ুড়ে নিতেও দ্বিধা করেননি তিনি। তবুও অভিনয় নিয়ে, বাংলা উচ্চারণ নিয়ে কটাক্ষের মুখে পড়ಞতে হয়েছে দেবকে। তবে এবার দেবের অভিনয় নিয়ে মুখ খুললেন সৃজিত মুখোপাধ্যায়।
জুলফিকর𝓡ের পর আর একসঙ্গে কাজ করেননি সৃজিত আর দেব। তবে টেক্কা দিয়ে ফিরছেন তাঁরা। দেবের জন্মদিনে রিটার্ন গিফট হিসেবেই এসেছিল এই ছবির টি﷽জার পোস্টার। ঘোষণা হয়েছিল ক্রিসমাসে। ২০২৩-এর দুর্গাপুজোয় মুখোমুখি লড়াইয়ে নেমে ‘বাঘাযতীন’ দেবকে পিছনে ফেলেছিলেন ‘দশম অবতার’-এর পরিচালক। তবে এবারের পুজোয় হবে যুগলবন্দি। যেই ঘোষণা করে দেব লিখেছিলেন, ‘ফিঙ্গার ক্রসড… আশা করছি সব ভালো থাকবে।’ আর তারপরই হ্যাশট্য়াগে জুড়ে দিলেন, ‘#Pujo2024, #Tekka’।
আরও পড়ুন: ‘এত বাজে 🍰ভিডিয়ো…’! অন্তর্বাসে সুস্পষ্ট বক্ষ বিভাজিকা, ‘রুচিরা’ সৌমির এ কেমন পোশাক
দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁকে বলতে শোনা গেল, ‘দেব এমন একটা এক্সপ্রেশন দিল, যা ওর মুখে আমরা বহুবার দেখেছি। কিন্তু আমি যেই বললাম অন্য কিছু, ও পুরো অভিব🦋্যক্তিটাই বদলে ফেলল। আমি ওরকম হাবভাব ওর মুখে এর আ🎐গে কখনো দেখিনি। আমি বলতে পারি দেব টেক্কায় নিজেকে ভেঙেছে, আমি অভিভূত।’
‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর পর এই ছবিতে আবারও দেবের নায়িকা🅺 রুক্মিণী। সৃজিত নিজেই বেছে নিয়েছেন তাঁকে। এছাড়াও রয়েছে স্বস্তিকাౠ মুখোপাধ্যায়। সৃজিত কথা প্রসঙ্গে জানান, দেবের অভিনয় হতবাক করে দিয়েছিল স্বস্তিকাকেও। এতটাই যে তিনি নিজের লাইন ভুলে গিয়েছিলেন।
আরও পড়ুন: ‘কাঞ্চনকে বিয়ে করে…’, ভেজা চুল, গায়ে তোয়ালে! শ্রীময়ীরꩵ উদ্দাম নাচের ভিডিয়ো ভাইরাল
সৃজিত বললেন, ‘স্বস্তিকা লাইনস-এর ব্যাপারে খুব ভালো। কখনো কিউ মিস করে না। নিজের মতো করে নিয়ে বললেও♑, কখনও মিস করে না। দেবের একটা বড় ডায়লগ ছিল। তারপর ওর একটা কথা ছিল। সেটা মিস করেছে। আমি কেটেছি শটটা। ও বলল, সরি। আমি শুধু দেবকে দেখছিলাম।🌃 দেবকে দেখতে দেখতে লাইন ভুলে গিয়েছিলাম।’
আরও পড়ুন: ‘নিজের শ🐼ান্তির স্থান…’! ডিভোর্স ঘোষণার ২ মাস, ভালোবাসার জায়গা পেলেন এষা দেও💯ল
টেক্কা-র ফার্স্ট লুক পোস্টার আভাস দিয়েছে এই গল্পের কেন্দ্রে থাকবে একটি খুদে মেয়ে। যার মাথায় বন্দুক ধরে আছে পাশে থাকা একটি পুরুষ। এবার প্রশ্ন এই বন্দুকবাজই কি দেব? নাকি দেব বাঁচাত🐬ে আসবেন খুদেকে?💜 তা জানতে অপেক্ষা করতে হবে টিজার ভিডিয়ো কিংবা ট্রেলার আসার।