পুজোর ঠিক মুখেই ৮ অ🌌ক্টোবর মুক্তি পেয়েছে টেক্কা, বহুরূপী এবং শাস্ত্রী। প্রথম থেকেই বক্স 🌳অফিসে টক্কর জমেছে টেক্কা এবং বহুরূপীর। কিন্তু জিগরা এবং ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো ছবি দুটো মুক্তি পেতেই কমানো হল বাংলা ছবিগুলোর শো সংখ্যা। প্রতিক্রিয়া জানালেন সৃজিত মুখোপাধ্যায়।
আরও পড়ুন: 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', জার্মানিতে লাইভ শো চলাকালীন র🐬তন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের
কী ঘটেছে?
অক্টোবর যখন বহুরূপী, টেক্ক♓া এবং শাস্ত্রী ছবি তিনটি মুক্তি পায় তখন ৪৭ টি সিনেমা হলে টেক্কা পেয়েছিল ১২৯ টি শো। অন্যদিকে বহুরূপী পেয়েছিল ৫০ টি সিনেমা হলে ১৫৫ টি শো। দর্শকদের থেকে প্রতিক্রিয়া পাওয়ায়ඣ ৯ তারিখ তিনটি সিনেমারই শো সংখ্যা বাড়ে। টেক্কা ছবির শো সংখ্যা বেড়ে হয় ১৪৬, বহুরুপীর ১৭৬। এবং শাস্ত্রী পায় ৪০ টি সিনেমা হলে ৬৩ টি শো।
১০ তারিখ টেক্কা এবং বহুরূপী ছবি দুটোর শো সংখ্যা ফের বাড়ানো হয🐼় দর্শকদের মধ্যে এই ছবি দুটো নিয়ে আগ্রহ দেখে। টেক্🃏কা এদিন পায় ১৫২ শো। বহুরূপীর কপালে জোটে ১৮১ টি শো। তবে শাস্ত্রীর শো সংখ্যা কমে হয় ৬০।
কিন্তু যেই ১১ তারিখ অর্থাৎ ১১ অক্টোবর, শুক্রবার আলিয়া ভাটের জিগরা এবং রাজকুমার রাও ও তৃপ্তি দিমরির ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো মুক্তি প🔯েল ওমনই হুড়মুড়িয়ে কমিয়ে দেওয়া হল বাংলা ছবি তি🐓নটের শো সংখ্যা সে যতই তাঁরা বক্স অফিসে ভালো ব্যবসা করুক না কেন।
১১ অক্টোবর দেব সৃজিতের টেক্কা পায় ৪৮ সিনেমা হলে ১২২ টি শো। বহুরূপী পেয়েছে ৫০ সিনেমা হলে ১৪৫ শো। আর শাস্ত্রী পেয়েছে ৩৫ সিনে🧜মা হলে মাত্র ৩৯ টি শো। অন্যদিকে জিগরা ৩৭ সিনেমা হলে ১৪৬ শো এবং ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো পেয়েছে সব থেকে বেশি শো, ৩৯ সিনেমা হলে ১৬৯ টি শো।
আরও পড়ুন: 'প্✤রথমদিনের মতোই ভয় হচ্ছিল...' চলতি বছরই ফের গাঁটছড়া বেঁধেছেন, এর মধ্যে সুখবর 💞দিলেন কাঞ্চন!কী জানালেন
কী প্রতিক্রিয়া দিলেন সৃজিত মুখোপাধ্যায়?
এই ঘটনা ঘটতেই তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে লেখেন, 'পারফর্মিং দুটো ছবি শো কেটে হিন্দি ফিল্মে।ꦍ' তবে এই ঘটনা যে নতুন সেটা নয়। আগেও একাধিক সময় বাংলা ছবি বক্স অফিসে ভালো চললেও হিন্দি ছবির দাপটে শো হারিয়েছে সেগুলো।