গত বছর না 🐲ফেরার দেশে পাড়ি দেন ছবি পরিচালক তরুণ মজুমদার। বয়স হয়েছিল ৯১ বছর। ১৪ জুন (২০২২) থেকে কিডনির সমস্যা নিয়ে ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। নানা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এই কিংবদন্তি পরিচালক। ৪ জুলাই, ২০২২ ইহলোকের মায়া ত্যাগ করেন তিনি।
কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের প্রায়াণ ভারতীয় চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি। জানা যায়, জীবনের শেষ বয়সে এসে কথা বলার ক্ষমতা হারিয়েছিলেন তিনি। মনের ভাব ব্যক্ত করতেন খাতা পেন🦄সিল ব্যবহার করে। মৃত্যুর চার দিন আগে কী লিখেছিলেন তরুণ মজুমদার? সে লেখাই প্রকাশ্যে আনলেন পরিচালক 🌸সৃজিত মুখোপাধ্যায়।
বৃহস্পতিবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন সৃজিত। ছবিতে দেখা গিয়েছে, কাঁপা কাঁপা হাতে প্রবীণ পরিচালক তরুণ মজুমদার লিখেছিলেন, ‘ছবি কিন্তু হবে।’ মৃত্যু শয্যার থেকেও শিল্পীর মনের টান যে শিল্পের প্রতিই ছিল। মাত্র তিনটি শব্দের মধ্য়েই নিজের মনের কথা জানিয়ে গিয়েছিলেন তিনি। আরও পড়ুন: 'মিসেস ফালানি' থেকে 'ধক ধক', এই ৫ নারীকেন্দ্রিক ছবি চলতি বছর মুক্তির অপেক্ষায়