‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ নিয়ে যেন বাংলায় এখন টানাটানি চলছে! একদিকে বিরসা দাশগুপ্ত আর দেব বড় পর্দার জন্য এই ছবি নিয়ে আসছেন। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায় একই গল্প নিয়ে সিরিজ বানাচ্ছেন। ইতিমধ্যেই দেব অভিনীত ব্যোমকেশ ও দুর্গ র🍒হস্যের তিনটি শিডিউলের শুটিং শেষ হয়ে গিয়েছে। বর্তমানে চতুর্থ শিডিউলের কাজ চলছে তাঁদের। হামেশাই ছবি সংক্রান্ত আপডেট দেন তিনি ইনস্টাগ্রামে। অন্যদিকে দেব-রা মধ্য প্রদেশ ছেড়ে আসার পর সেখানেই ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিরিজের শুটিং করছিলেন সৃজিত মౠুখোপাধ্যায় এবং তাঁর টিম। সদ্যই সেই শিডিউলের শুটিংয়ের কাজ শেষ হয়েছে। আর সেটারই আপডেট পরিচালক তাঁর ইনস্টাগ্রামে দিলেন।
সৃজিত এদিন তাঁর সেট থেকে একটি ছবি পোস্ট করে🧸ন। সেখানে দেখা যায় তাঁরা রাতের আঁধারে মশাল হাতে দাঁড়িয়ে আছেন। গোটা টিম তাঁর সঙ্গে রয়েছে। যদিও মুখ্য অভিনেতা অনির্বাণ,𝔉 বা অন্য কোনও অভিনেতাকে তাঁর সঙ্গে দেখা যায়নি। পরিচালকের হাতেও ছিল একটা মশাল।
এই ছবিটি পোস্ট করে সৃজিত জানান তাঁরা এখানে শুট করতে গিয়ে ঠিক কোন কোন অসুবিধায় পড়েছিলেন। জানালেন কীসের কীসের সম্মুখীন হতে হয় তাঁদের শু𓄧ট চলাকালীন, পরিচালকের পোস্ট থেকেই সবটা স্পষ্ট হয়ে যায়। তিনি লেখেন, 'মৌমাছির খপ্পরে পড়া, অসহ্য গরম সহ্য করে কাজ করা, অসময়ে স্নান খাওয়া করা, গাড়ি খারাপ হয়ে যাওয়া, যন্ত্রপাতি ঠিক ভাবে কাজ না করা, আঘাত ইত্যাদি তো ছিলই সোগে যানবাহনের সমস্যা সবটা নিয়েই আমরা পেরেছি। আমরা করেছি। দুর্গ রহস্যের শিডিউলের শুট🦂 শেষ হল।'
ছবিতে অনির্বাণকে দেখা না গেলেও তিনি তাঁর এই পোস্টে অনির্বাণকে মেনশন করেন। বাদ দেন না সোহিনী সরকার এবং রাহুল অরুণোদয🐻় বন্দ্যোপাধ্যায়কেও। এই সিরিজে সত্যবতীর ভূমিকায় থাকবেন সোহিনী। এবং অজিত হয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যো🔯পাধ্যায়। এখানে মণিলালের চরিত্রে থাকবেন দেবরাজ। আগামীতে এই সিরিজ হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে।