কদিন আগেই সামনে আসে ‘রাঙামতি তীরন্দাজ’-এর প্রোমো। অনেকেই ভেবেছিলেন হয়তো নতুন শুরু হওয়া এই সিরিয়ালটিকে প্রাইম টাইমে রাখবে না চ্যানেল। কারণ, প্রোমো অন্তত সেভাবে উত্তেজক লাগেনি দর্শকদের। কিন্তু বাস্তবে দেখা গেল, তেমনটা মোটেও হল না।🦹 সন্ধে সাড়ে ৭টার স্লট দেওয়া হল এটিকে। শু🦩রু হচ্ছে ৩০ সেপ্টেম্বর থেকে।
নায়িকা চরিত্রে নতুন মুখ মনীষা মন্ডলকে। এর আগে টুকটাক মডেলিং করলেও, অভিনয় জগতে হাতে♓খড়ি হচ্ছে এই সিরিয়াল দিয়েই। নায়কও নতুন। এক গ্রামের মেয়ের পেশাদার তীরন্দাজ হয়ে ওঠার গল্প বলবে এটি। আর এই লড়াইয়ে রাঙামতি পাশে পাবে গ্রামেরই বর্ধিষ্ণু বাড়ির মালকিন, যে চরিত্রে রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ। মনীষার বিপরীতে এই সিরিয়ালে থাকছেন নীলাঙ্কুর। যাঁকে দেখা যাবে পাইলটের ভূমিকায়। বাড়ির ছোট সন্তান সে।
আরও পড়ুন: ভাঙা পাঁজর নি𒅌য়ে সলমন জেরবার ছিলেন দিনকয়েক আগে, এখন হাত দেখে আপনি বলবেন, ‘বাবা রে’
তবে রাঙামতি-র স্লট ঘোষণা হতেই, বেজায় ক্ষেপেছ෴ে একাংশ। কারণ তাঁদের ধারণা ছিল, ব💖ুঝি বা প্রাইম টাইম পাবে দুই শালিক। একজন মন্তব্য করেছেন, ‘ফালতু চ্যানেল! টেন্টের পা চাটতে এটাকে প্রাইমে দিল।, তা বলে শালিককে (দুই শালিক) কোন বুদ্ধি তে সাড়ে ৫টায় দিল? যেখানে ৬টা, ১০টা, সাড়ে ১০টার মতো স্লটগুলো প্রায় ডুবে আছে! @starjalsha দুই শালিক এর স্লট বদলান।’
আরও পড়ুন: রণদীপ হুডার বীর সভারকর কি যাচ্ছে অস্কারে? বিতর্ক বাড়তেই মুখ খুললেন🌳 FFI সভাপ💃তি
৩০ সেপ্টে🌺ম্বর থেকেই শুরু হচ্ছে দুই শালিক। তবে এটিকে দেওয়া হল বিকেল সাড়ে পাঁচটায়। প্রোমোতে দেখা গিয়েছিল দুই যমজ বোনের গল্প। মুখ্য চরিত্র থাকছেন তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্ত।🅘 ইচ্ছেপুতুল-এর তিতিক্ষা দাস এবং রামকৃষ্ণা ধারাবাহিক খ্যাত নন্দিনী দত্তকে একইরকম দেখতে, একথা বহুবার বলেছে অনুরাগীরা। দুজনকে যমজ বোনও বলত অনেকে মজা করে। আর এবার যমজ বোনের গল্প নিয়েই স্ক্রিন শেয়ার করতে চলেছেন তাঁরা। এই মেগায় তাঁদের চরিত্রের নাম ঝিলিক এবং আঁখি।
ডানপিঠে ঝিলিকের প্রেমিক হিসেবে ধরা দেবেন অর্কপ্রভ। আর আঁখির নায়ক সায়ন বসু। সায়নকে জি বাংলার কে প্রথম কাছে এসেছি সিরিয়ালে দেখা যাচ্ছিল। 🐟এখন দেখার কোন সিরিয়াল টিআরপি-তে কেরামতি দেখিয়ে স্লট পাইয়ে দেয় জলসাকে।