পুজো শেষ। তবে এখনও ছুটির মেজাজ কাটেনি বাঙালির। টলিগঞ্জের অনেক স্টুডিও আজও তালাবন্ধ। এর মাঝেই হাজির টিআরপি-র রিপ🐬োর্ট কার্ড। এই সপ্তাহে সবার নজর শুরু সিরিয়ালের রেটিং-এ ছিল না। সঙ্গে মহালয়া-র অনুষ্ঠানগুলোর ফল কেমন হল তা জানতেও আগ্রহী সকলে।
মহালয়ার প্রভাতী অনুষ্ঠান নিয়ে এইবারেও অনেক ট্রোলিং হয়েছে। তবে নিন্দে বা গালমন্দ যতই হোক না কেন, মহালয়ার সকালে টিভিতে মহিষাসুরমর্দিনী না দেখলে যেন ওই দিনটাই খালিখালি লাগে। আর টিআরপি-র সাপ্তাহিক ফলাফল হাতে আসতেই দেখা গেল টিআরপি রেটিং♒য়ে অনেকটাই এগিয়ে আ﷽ছে স্টার জলসার মহালয়া স্পেশ্যাল অনুষ্ঠানের নাম ‘যা দেবী সর্বভূতেষু’।
এইবার স্টার জলসার মহালয়ার অনু♕ষ্ঠানে মহিষাসুরমর্দিনী রূপে দেখা গেল অভিজ্ঞ কোয়েল মল্লিককে। কোয়েলের স্বামী নিসপাল সিং রানে-র প্রযোজনায় তৈরি হয়েছ🃏ে ‘যা দেবী সর্বভূতেষু’। সুতরাং ঘরের লোক-কে দিয়েই কাজ হাসিল করল সুরিন্দর ফিল্মস। দু-বছর আগে কালার্স বাংলায় মা দুর্গা রূপে দর্শক দেখেছিল কোয়েলকে। এবার ফের অসুর বধ করলেন বড় পর্দার মিতিন মাসি। রেজাল্ট আসতে দেখা গেল ৫.৫৮ টিআরপি পেয়েছে স্টার জলসার মহালয়ার অনুষ্ঠান।
জি বাংলায় এবার মহিষাসুরমর্দিনী হয়েছিলেন ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিক। এবারে জি বাংলার মহালয়ার অনুষ্ঠানের না🗹ম ছিল ‘নবপত্রিকায় দেবীবরণ’। -এর নায়িকারাই দেবীর নানা রূপ হয়ে ধরা দিলেন পর্দায়। অঙ্কিতা ছাড়াও শ্রুতি দাস, শ্বেতা ভট্টাচার্য, জি বাংলার ‘রাণী রাসমণি’ দিতিপ্রিয়া রায়ও ছিলেন অনুষ্ঠানের অংশ হিসাবে। জি-এর নায়িকারা সব মিলিয়ে ৪.২৬ অর্থাৎ দুটি অনুষ্ঠানে রেটিং-এর ফারাক প্রায় ১.৩২ পয়েন্টের। সুতরাং বোঝাই যাচ্ছে কোয়েলের স্টারডমের সামনে এঁটে উঠতে পারেননি অঙ্কিতা। মহালয়ায় দুই মল্লিকের মহাটক্করে শেষ হাসি হাসলেন কোয়েল।
এইবার নতুন করে মহালয়ার অনুষ্ঠান তৈরি করেনি কালার্স বাংলা। পুরোনো দু-বছরের মহালয়াকে একসঙ্গে মিশিয়ে সম্প্রচার করে চ্যানেল। সেখানেও কোয়েল আর ঋতুপর্ণা সেনগুপ্তকে অসু♚র দলিনীর হিসাবে দেখেছে দর্শক। সেই অনুষ্ঠানের রেটিং ছিল ০.৪৮। অন্যদিকে সোনি আটের মহালয়া অনুষ্ঠ🦩ানের নম্বর মাত্র ০.৩৫।