গাঁটছড়া ধারাবাহিকে ভিলেন💝 হয়ে এন্ট্রি নিয়েছিলেন সুবান রায় মাসখানেক আগে। সেই সময় তাঁর দেখা মিলেছিল ‘তুমি যে আমার মা’ ধারাবাহিকেও। তবে আপাতত হাতে নেই নতুন কোনও প্রোজেক্ট। তাই অভিনয় ছেড়ে নিজেকে সঁপে দিয়েছেন নতুন কাজে।
অভিনেতাদᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে🍌র বড় বা ছোট পরদার কেরিয়ারের পশাপাশি নতুন কোনও ব্যবসায় নামা খুবই সাধারণ বিষয়। কেউ কেউ আবার খুলে থাকেন নিজের প্রযোজনা সংস্থা। তবে সুবান কিন্তু শুরু করেছেন পরিবেশ সংস্কারের কাজ। চলতি বছরের গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। পরিবেশবিদদের দাবি, আরও বেশি করে গাছ লাগাতে হবে। তবে কটা মানুষ পারেন ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে।
সুবান শুরু করেছেন গাছ লাগানোর কাজ। কখনও রাস্তার ধারে, কখনও খোলা জমিতে, কখনও মাঠের পাশে একটার পর একটা গা💃ছ লাগিয়ে চলেছেন এই অভিনেতা। প্রতি রবিবার সামিল হন এই কাজে।
অভিনয় ছেড়ে হঠাৎ নিজেকে কেন সঁপলেন পরিবেশের কাজে? নিউজ ১৮ বাংলাকে জানান, অভিনয় না থাকলেই চলে আসেন তিনি গোবরডাঙাতে। এমনিতেই গাছ, পশু-পাখি, নাটকের প্রতি টান সেই ছেলেবেলা থেকেই। এবারে জন্মদিনের ✃পরিকল্পনা করতে করতে মাথায় আসে, একটু অন্য কিছু করলে কেমন হয়। বাড়ির পাশে রয়েছে এটা বড় পুকুর। কেউ কেউ সেটিতে নোংরা ফেলে নষ্ট করছেন। তাই প্রাথমিকভাবে ঠিক করেন পুকুরের চারপাশে ৩০টা গাছ লাগিয়ে জন্মদিন পালন করবেন। আর প্রথমদিন গাছ লাগিয়ে এতটাই ভালো লাগে তাঁর যে গাছ লাগানোটা চালিয়ে যাচ্ছেন আপাতত প্রতি রবিবার করে।
প্রথমে নিজের পাড়া, ꦐতারপর পাশের পাড়া। সুবানর ইচ্ছে পুরো গোবরডাঙায় গাছ লাগানো হয়ে গেলে ধীরে ধীরে এগোবেন। তাঁকে সহযোগিতা করতে, তাঁর টিমে🍎 রয়েছে আরও ৫ জন। ইতিমধ্যে লাগিয়ে ফেলেছেন ১৫০খানা গাছ। সাহায্য পেয়েছেন গোবরডাঙার চেয়ার ম্যান শঙ্কর দত্ত মহাশয় ও মনোজকান্তি বিশ্বাসের থেকেও।
প্রসঙ্গত, সুবানের কাজের মতো চর্চায় থাকে তাঁর ব্যক্তিগত জীবনও। প্রাক্তন স্ত্রী তিয়াসা রায়ের থেকে আলাদা হয়েছেন তাও বছরখানেক হতে চলল। তিয়াসার সঙ্গে ছা🌺ড়াছাড়ির পর প্রাক্তনের সম্পর্কে খুব কম মন্তব্যই করছেন। যদিও ফের বিয়ে বা প্রেমে আগ্রহ আছে কি না সে প্রশ্নের উত্তরে হিন্দুস্তান টাইমস বাংলাকে সুবান জানিয়েছিলেন, ‘কেন থাকবে না? বিয়ে একটা সুন্দর সামাজিক প্রতিষ্ঠান। তবে সঠিক আর মনের মতো মানুষকেও পাশে পাওয়াটাও জরুরি’।