২০০৪ সালে মুক্তি পেয়েছিল অক্ষয়-করিনা-প্রিয়াঙ্কার ছবি 'অ্যায়েতরাজ', প্রযোজক ছিলেন সুভাষ ঘাই। সম🔜্প্রতি ২০ বছরে পা দিল এই ছবি। যেটি কিনা পরিচালক-প্রযোজক ও তিন অভিনেতার জীবনে একটা মাইলফলক। ছবির ২০ বছর পূ্র্তিতে 'অ্যায়েতরাজ-২' আনার কথা জান💯ালেন সুভাষ ঘাই।
সুভাষ ঘাই-এর প্রযোজনায় ২০০৪ সালে মুক্তি পাওয়া এই ছবির পরিচালনা করেছিলেন আব্বাস-মাস্তান জুটি। সেই ৪ কোটির ছবিটি ব্যবসা করেছিল প্রায় ৯৪ কোটি টাকা। তবে শোনা যাচ্ছে এই ছবি পার্ট-২ পরিচালনা করতে চলেছেন পরিচালক অমিত রাই। সুভাষ ঘাই HT-কে বলেন, ‘আমি ওহ মাই গড ২-এর লেখক-পরিচালক অমিত রাইয়ের কাছে একটি দুর্দান্ত স্ক্রিপ্ট শুনেছি, যা অ্যায়েতরাজ ২ হিসাবে আনার পরিকল্পনা শুরু হয়েছে। আমরা বিভিন্ন স্টুডিও থেকে অনেক ফোন পাচ্ছি যে ওঁরা ছ🌸বিটি তৈরি করতে আগ্রহী। তবে আমি বলব এই মুহুর্তে অমিতের হ๊াতে যে চিত্রনাট্য রয়েছে, সেটা বড় হিট হওয়ার সম্ভাবনা রয়েছে। চিত্রনাট্য আমার খুবই পছন্দ হয়েছে।’
'অ্যায়েতরাজ' ছবিতে কর্মক্ষেত্রে যৌন হয়রানির মিথ্যা অভিযোগে সাহসিকতা সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারের চরিত্রটিকে। প্রযোজক সুভাষ✃ ঘাইকে প্রশ্ন করা হয়, সিক্যুয়েলটিও কি একই বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হবে। এপ্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা পুরোটাই নির্ভর করছে পরিচালক অমিত রাই-এর উপর। অমিত বর্তমান সময়, আজকালকার ছেলে-মেয়েদের যৌন জীবনের উপর ভিত্তি করে একটা সাহসী গল্প লিখেছেন। সেই গল্পে যেখানে নতুন মূল্যবোধ এবং নতুন চ🐻িন্তাভাবনা রয়েছে। এটা শুধুই যে একটা সামাজিক গল্প হবে এমনটা নয়, এতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, কিছু শিক্ষাও থাকবে। এই ছবির কাজ শুরু করতে পেরে আমরা দারুণ খুশি।’
২০০৪ সালে মুক্তি পাওয়া ‘অ্যায়েতরাজ ছবিতে প্রিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর। অক্ষয় ছিলেন রাজের চরিত্রে। অন্যদিকে কেরিয়ার নিয়ে উচ্চাকাঙ্খী মহিলা- সোনিয়ার চরিত্রে🐟 অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। যে সোনিয়ার চরিত্রটিই 'রাজ’ অক্ষয়কে মিথ্যে যৌন হেনস্থার ঘটনায় ফাঁসিয়ে দেন, মামলা চলে। যদিও পরে অনেক কাণ্ডের পর এই মামলায় রাজ-পিয়া-ই জয়ী হয়। তবে এবার ঠিক কেমন গল্পের উপর ভিত্তি করে 'অ্যায়েতরাজ-২' আসছে, সেটাই দেখার। সিক্য়ুয়েল ছবিটিতে আবারও একবার অক্ষয়-করিনা-প্রিয়াঙ্কাকে দেখা যাবে কিনা সেটা অবশ্য স্পষ্ট নয়।