এবার বড়পর্দায় দেখা যাবে প্রয়াত কিংবদন্তি নাট্যকার বাদল সরকারকে। ছবির নাম 'শহরের উপকথা'। মুখ্যভূমিকা অর্থাৎ বাদল সরকারের চরিত্রে দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়কে। সদ্য সামনে এসেছে ছবিতে তাঁর লুক এর ছবি। এবং তাঁর সেই অবতার দেখে চমকে উঠেছে নেটিজেনরা। লেখাই বাহুল্য, অভিনেতার চিরাচরিত চেনা চেহারার থেকে স🎃ম্পূর্ণ অন্যরকম তাঁর এই নয়া অবতার। থার্ড থিয়েটার-এর প্রবক্তা বাদল সরকারের পরিচিত চেহারার সঙ্গে অভিনেতার এই লুকের অনেকটাই সাদৃশ্য লক্ষ্য করা গেছে।
তবে এই ছবি কিন্তু বাদল সরকারের বায়োপিক নয়। মূলত, তাঁর ‘বাকি ইতিহাস’ নাটককে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি। গল্পের স্বার্থে যুক্ত হয়েছে আরও নানা সাবপ্লট।ছবির পরিচালনায় দায়িত্বে রয়েছেন বাপ্পা। এর আগে নানারকম বিজ্ঞাপনের শুটের কাজ করে ﷽থাকলেও ফিচার ফিল্মের নির্দেশক হিসেবে এই তাঁর প্রথম কাজ। ছবিতে শুভাশিস ছাড়াও রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের মতো বলিষ্ঠ সব অভিনেতারা। চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের জাতীয়পুরষ্কার প্রাপ্ত চিত্রনাট্যকার আশরাফ শিশির। নিজের সত্ত্বাকে খুঁজে চলার কথাই বলা হয়েছে এই ছবির গল্পে।
প্রসঙ্গত, 'হারবার্ট', ' মহালয়া' প্রভৃতি ছবিতে শুভাশিসের অভিনয় নতুন করে তারিফ কুড়িয়েছে দর্শক থেক🎃ে শুরু করে ছবি সমালোচকদের। 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে খলচরিত্রে নজর কেড়েছিলেন এই বর্ষীয়ান টলি-অভিনেতা। টাইপকাস্ট-কমেডি চরিত্র থেকে নিজেকে ভেঙ﷽েচুরে এক অন্য শুভাশিসকে খুঁজে পেয়েছিল দর্শক। তবে এই করোনা পরিস্থিতিতে কবে মুক্তি পাবে 'শহরের রূপকথা' সেকথা জানা যায়নি। অবশ্য পরিচালক বাপ্পা জানিয়েছেন ওটিটি নয়, বড়পর্দাতেই এই ছবি মুক্তি পাওয়ানোর চেষ্টা করছেন তিনি।