এবার বলিউডে ছ🌟বি বানাবেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। শনিবার থেকেই এমন খবরে সরগরম টলিপাড়া। শোনা যাচ্ছে, বড় প্রযোজনা সংস্থার তরফে এবার হিন্দি ছবি বানানোর ডাক পেয়েছেন পরিচালক শুভ্রজিৎ। ঐতিহসিক প্রেক্ষাপটে তৈরি হবে সেই ছবি। আর এখবরে সিলমোহর দিয়েছেন খোদ পরিচালক শুভ্রজিৎ মিত্র।
তবে খবরে সিলমোহর দিলেও এবিষয়ে শুভ্রজিৎ মিত্র অবশ্য এখনই বেশিকিছু খোলসা করতে নারাজ। এবিষয়ে Hind💮ustan Times Bangla-র তরফে যোগাযোগ করা হলে পরিচালক বলেন, ‘পুরো বিষয়টিই আসলে প্রাথমিক স্তরে রয়েছে। এখনই সবটা বলা সম্ভব নয়, তবে বিষয়টা কার্যকরী হতে আরও কিছুটা সময় লাগবে। এর বেশি কিছুই এখন বলতে পারব⛦ না।’
প্রায় মাসখানেক ধরেই মুম্বই যাতায়াত করছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। শুভ্রজিতের সঙ্গে যে প্রযোজনা সংস্থার কথা হয়েছে, ꦬতাঁদে⛦র সঙ্গে কাজ করেছেন খোদ কিং খান শাহরুখ, দীপিকা পাড়ুকোন, আমির খান, হৃত্বিক রোশন, ফারহান আখতাররা। তাঁদের প্রত্যেকটি ছবিই ব্লকবাস্টার। তবে কি সেটা যশরাজ ফিল্মস?
এবিষয়ে প্র🅺শ্ন করা হলে শুভ্রজিৎ বলেন, ‘সেসব বলতে পারব না। বলিউডে অনেক বড় প্রযোজনা সংস্থাই তো আছে, সেটা যেকোনও প্রযোজনা সংস্থাই হতে পারে।’
জানা যাচ্ছে, পরিচালককে একাধিক ছবি পরিচালনার কথা বলেছে সেই প্রযোজন🍨া সংস্থা। শুভ্রজিতের সঙ্গে এবিষয়ে বৈঠক করেছেন, খোদ সংস্থার CEO, ক্রিয়েটিভ এবং কনটেন্ট হেড। পরিচালক নাকি প্রযোজনা সংস্থার কাছে একাধিক গল্প জমা দিয়েছেন। যেগুলিতে রয়েছে পলাশীর যুদ্ধ, সুলতানি যুগ এবং মৌর্য সাম্রাজ্যের বিষয়বস্তু। এগুলির মধ্যে কোনও এক গল্প নির্বাচিত হলে বলিউডের কোনও অভিনেতাদের বেছে নেবেন পরিচালক 𓃲শুভ্রজিৎ? এবিষয়ে সাফ কথা, ‘পুরোটাই গল্পের উপর নির্ভর করছে।’
এদিকে পরিচালক শুভ্রজিৎ মিত্র অবশ্য বাংলায় দেবী চৌধুরানি ছবি নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এই ছবিটিও তৈরি হচ্ছে বড় স্কেলে। ৬টি ভাষায় মুক্তি পাবে শ্রাবন্তী-প্রসেনজিতের দেবী চৌধুরানী। ছবিত♋ে দেবী চৌধুরানির ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। আর ভবানি পাঠকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। শুভ্রজিতের এই ছবির হাত ধরেই প্রথম꧅বার বাংলা ছবিতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন প্রদ্যুম্ন কুমার সাঁই। যিনি কিনা 'আদিপুরুষ' ছবিতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন।
এদিকে শুভ্রজিতের পরের ছবি ‘কালমৃগয়া’র নামও ইতিমধ্যেই ঘোষিত। শোনা যাচ্ছে, এই ছবিও বাংলার꧅ বদলে হিন্দিতে হতে পারে। তবে সেক্ষেꦇত্রে কি বাংলার ঘোষিত অভিনেতারা বদলে যাবেন? সেপ্রশ্নে শুভ্রজিৎ বলেন, ‘কালমৃগয়া প্যান ইন্ডিয়া ছবিই হত। তবে সেটা যদি বলিউড থেকে হয়, তাহলে তো বদলাতেই পারে। তবে সেটা সময়ই বলবে। এখন কোনও কিছুই বলা যাবে না।’